শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
সারা পৃথিবী জুড়েই মানুষ যথেচ্ছ জল অপচয় করার ফলে তীব্র জল সংকটের পরিস্থিতি তৈরি হতে পারে যেকোন মুহুর্তে।
তাই রাজ্যের দুর্দশায় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জী রাজ্যে মানুষের কাছে জল অপচয় রোধ করতে অনুরোধ করেছেন।তার নির্দেশেই আজ গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে সেভ ওয়াটার সেভ লাইফ দিবস।দক্ষিণ দিনাজপুর জেলাও এই কর্মসুচী থেকে পিছিয়ে নেই।
আজ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে জল বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে বালুরঘাট ব্লক অফিস প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটিতে দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক গন,বালুরঘাটের মহকুমা শাসক, দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ জলঙ্গীতে জল দিবসের সচেতনতা কর্মসূচি
মিছিলটি বালুরঘাট ব্লক অফিস থেকে শুরু হয়ে বালুরঘাট শহর প্রদক্ষিন করে আবার বালুরঘাট ব্লক অফিসে গিয়ে শেষ হয়।জল অপচয় রুখতে রাজ্য সরকার তথা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে জেলার বিভিন্ন স্তরের মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584