সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
অপুষ্টি দূরীকরণে সার্বিক সচেতনতা শিবিরের পাশাপাশি রক্তদান শিবির আয়জন করল সুন্দরবনের প্রতাপাদিত্যো গ্রামপঞ্চায়েত। থ্যালাসেমিয়া রুগিদের পাশাপাশি মুমূর্ষু রুগিদের কথা মাথায় রেখে এই আয়জন।
বর্ষায় ডেঙ্গু ম্যালেরিয়া রোগ বাহক মশার হাত থেকে এলাকাবাসিদের বাঁচাতে প্রায় চারশজনের হাতে মশারি প্রদান করেন। উপস্থিত ছিলেন প্রতাপাদিত্যো গ্রামপঞ্চায়েত প্রধান, উপপ্রধান দেবব্রত মাইতি, সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী মন্টুরাম পাখিরা। কাকদ্বীপে মহকুমা শাসক, বিডিও এবং কাকদ্বীপ স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা।
প্রাকৃতিক দুর্যোগের কারালগ্রাসে আজও ভীত কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যো গ্রাম পঞ্চায়েতে। জীবিকা বলতে মৎসজীবি চাষআবাদ।অভাবী এলাকায় অপুষ্টিকর রোগে শিকার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের অনেক শিশু। শিশুদের প্রতি নজর রাখতে এবার উদ্যোগ নিল প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুনঃ আইনি সচেতনতা শিবির মাথাভাঙ্গা কলেজে
৩১ জন অপুষ্টিকর শিশু ও তার মায়ের হাতে খাদ্য প্রদান করা হয়। অভাব অযত্নে থাকার জেরে অপুষ্টিতে শিকার বলে দাবি অবিভাবকদের।
যদিও পঞ্চায়েত উপপ্রধান দেব্রত মাইতির দাবি, সুন্দরবনে আজও চলে কম বয়সে বিয়ে। অন্যদিকে অভাব অনটন থাকায়। ফলে অপুষ্টিতে ভুগছে অনেকে।
সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী মন্টুরাম পাখিরা জানান, সুন্দরবনে যে যে এলাকায় অপুষ্টিজনিত শিশুরা আক্রান্ত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। সচেতনতার মধ্যে দিয়ে তা নিয়ন্ত্রন করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584