দুর্গা পুজোয় শহর রঙিন করে সচেতনতা প্রচার

0
135

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

the awareness campaign on durga puja | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে দুর্গা পুজাকে কেন্দ্র করে মুক্তধারা নামক সংস্থার সকল সদস্য ও সদস্যরা পুরো মেছেদা শহরকে রঙিন করে তোলার জন্য সমস্ত রাস্তার উপর প্রায় পঞ্চাশ জন সদস্য ও সদস্যরা আলপনা ও তৈল্য চিত্র অঙ্কন করেন এবং শুধু রঙিন করার জন্য নয় তারা এই অঙ্কনের মধ্যে দিয়ে সমাজ সচেতনতা মূলক কর্মসূচি যেমন বৃক্ষরোপন, প্লাস্টিক বর্জন, ভূগর্ভস্থ জন সংরক্ষণ ইত্যাদি তুলে ধরেছেন|

awareness campaign on durga puja | newsfront.co
নিজস্ব চিত্র
memeber | newsfront.co
সোমা রায়, সদস্য। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা পদযাত্রা

এই সংস্থার মূল উদ্দেশ্য হল সামনে দুর্গা পূজা এবং এই দুর্গা পুজোকে কেন্দ্র করে মেছেদা শহরে প্রতিমা দর্শনের জন্য বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ মেছেদাতে আসেন তাদের করে এই আলপনা ও তৈল্য চিত্রর প্রদর্শনীর মধ্য দিয়ে পরিবেশ সম্পর্কে ঐ সকল মানুষকে আরও সচেতন করে তোলা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here