রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
বাবুলবোনা সার্বজনীন দুর্গা পুজো কমিটি এবছর ৬১তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এ বছরও মন্ডপ সজ্জায় অভিনবত্বের ছোঁয়া রয়েছে। ঢুকতেই একটি উট এবং তার চালক এবং ঠিক তার পেছনে মণ্ডপ সাজানো হয়েছে রাজস্থানের প্রাসাদের আদলে।
অসাধারণ কারুকার্যে থার্মোকল ও রঙের ব্যবহারে একটি প্রাসাদের আকার নির্মাণ করা হয়েছে এবং সেইসঙ্গে রাজস্থানের যে পুতুল নাচ সে পুতুলগুলোকে রাজস্থানী সজ্জায় সাজিয়ে সুতো দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপর প্রাসাদের ভেতরে ঢুকলে প্রথমে উপর দিকে তাকালে যেন চোখ ধাঁধিয়ে যাবে। সাদা ফিতে দিয়ে এমনভাবে সাজানো হয়েছে।
এবং সেইসঙ্গে ঠিক সামনে দেখতে পাওয়া যাবে একটি স্থান প্রদীপ জ্বলছে, দাতনের ব্যবহারে তৈরি পুরো জায়গাটি। মণ্ডপের সামনে পৌঁছানোর আগে একটি কক্ষ করা হয়েছে যেটিকে একটি গ্লোব আকারে তৈরি করা হয়েছে গাছের ডাল দিয়ে, যেগুলো জ্বালানির জন্য ব্যবহার করা হয়।
আরও পড়ুনঃ বাঁশ বেতের হস্তশিল্পে সেজে উঠেছে বহরমপুর আমরা ক’জন ক্লাবের পুজো
সেগুলো কে কেটে কেটে সুন্দর করে পুরো গ্লোবটাকে তৈরি করা হয়েছে এবং তার ওপর প্লাই দিয়ে লেখা হয়েছে মহালয়ার স্ত্রোত্র এবং তার ঠিক পেছনে লাইটের ব্যবস্থা করা হয়েছে। চোখে না দেখলে বোঝা যাবেনা তার সৌন্দর্যটা।
কক্ষটি পেরিয়ে সামনে বিশাল আকারে মাতৃ প্রতিমা রাখা হয়েছে। প্রতিমার সাজ এবার কৃষ্ণনগরের যে পুঁথির কাজ হয় সেগুলির ব্যবহারে মায়ের সাজ তৈরি করা হয়েছে। বঙ্গবাসীনি রুপে ফুটে উঠেছে মা। অসাধারণ কারুকার্য শিল্পশৈলী মধ্য দিয়ে বিভিন্ন জিনিসের ব্যবহারের মধ্য দিয়ে মন্ডপ সজ্জা করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584