ছিঁড়ে গেল বিশ্ববাংলার বল

0
1383

আনিসুর রহমান,নিউটাউন

এমনিতেই বিশ্ববাংলার লোগো নিয়েে বিতর্কের ঝড় বইছে রাজ‍্য রাজনীতিতে।আবার গতকাল রাত এগারোটা নাগাদ নিউটাউনের নারকেলবাগান মোড়ে দড়ি ছিঁড়ে পড়ে গেল বিশ্ববাংলার লোগো সম্বলিত বল।অল্পের জন্য রক্ষা পেয়েছেন কর্মরত শ্রমিকরা।শনিবার সারাদিন ধরেই লাগানোর কাজ চলছিল। রাত্রে শেষ পর্যায়ের কাজ হচ্ছিল। তখনই ঘটে বিপত্তি। ক্রেনের সাহায্যে টেনে উপরে তোলার সময় লোহার দড়ি ছিঁড়ে পড়ে যায় আট ফুট উচ্চতা সম্পন্ন বলটি।

ছবি-সংগৃহিত

বিশ্ববাংলার গেটের ঠিক মাঝে সেটি আটকানোর কথা ছিল।প্রসঙ্গত, নারকেল বাগান মোড়ে গেটওয়ে অফ কলকাতা তৈরি করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ওই গেটের নাম বদলে হয় বিশ্ববাংলা গেট। প্রায় একবছর হয়ে গেলেও নির্মাণের কাজ শেষ করা যায়নি। ওই এলাকা দিয়ে যানচলাচল কার্যত বন্ধ করে দিয়েই নির্মাণকাজ চলছে। HIDCO এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here