নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
নেপাল থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে এসএসবির হাতে আটক বাংলাদেশের তিন যুবক। সোমবার ভারত-নেপাল সীমান্ত বরাবর পানিট্যাঙ্কির ইমিগ্রেশন চেকপোস্টে কর্তব্যরত এসএসবির ৪১ নং ব্যাটেলিয়নের জওয়ানরা ওই ৩ জনকে ধরে।
এসএসবি জানিয়েছে, ধৃতরা হল মহম্মদ হসনাইন (২২), মহম্মদ রহিম (৩০), ইব্রাহিম মহম্মদ(২৭)। এদের সকলের বাড়ি বাংলাদেশের ভোলা জেলায়।
আরও পড়ুনঃ বন্ধ হয়ে যাচ্ছে বিএসএনএল এর স্বেচ্ছাসেবক অবসর প্রকল্প
এ দিন তারা বৈধ কাগজপত্র ছাড়া নেপালে থেকে ভারতে প্রবেশ করতে চেয়েছিল। তাদের ইমিগ্রেশন চেক পোস্টে এসএসবি জেরা করলে তারা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারে না। পরে তাদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।
পুলিশ জানিয়েছে ভারতীয় ফরেনারস অ্যাক্ট অনুযায়ী ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584