সুদীপ পাল,বর্ধমানঃ
আধুনিক কালের এক কবি তাঁর কবিতায় লিখেছিলেন, ‘তোমার জন্য একলা হয়ে দাঁড়িয়ে আছি গলির কোণে / ভাবি আমি মুখ দেখাব মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।’ বিজ্ঞাপনে মুখ ঢাকছে না কিন্তু বর্ধমান শহরের প্রাণকেন্দ্র বাঁকা নদীর মুখ ঢাকছে কচুরিপানায়। আলমগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে বাঁকা নদীর তীরে। সংস্কার করা হয়েছিল এই অংশটিতে।
কিন্তু তারপর আবার নিয়মিত নোংরা ফেলার কারণে নদীর এই অংশটি মজে যেতে বসেছে। স্থানীয়রা বলছেন, আলমগঞ্জ লাগোয়া বাঁকা নদীর ধারে রয়েছে ঘন জনবসতি। সেখানে সাঁতার শেখার স্কুল, শিশুদের স্কুল সহ নানা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ফলত শহরের নানা প্রান্তের মানুষজনের যাতায়াত এই অংশে লেগেই থাকে।এই অংশে জঞ্জাল ফেলার কারণে অংশটি মজে যেতে বসেছে।
আরও পড়ুনঃ নদী ভিত্তিক পরিশ্রুত নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস
অনেকেই বলছেন, নিয়মিত নোংরা ফেলার ফলে নদীর যেমন দূষণ হচ্ছে অন্যদিকে কচুরিপানা জাতীয় আবর্জনায় ভর্তি হয়ে নদীর গতিপথকে স্তব্ধ করছে। সাধারণ মানুষ বলছেন প্রশাসনকে এ বিষয়ে জানানো হয়েছিল।
বর্ধমান দক্ষিণ বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, বর্ধমান উন্নয়ন সংস্থার তরফ থেকে বাঁকা নদী আগেই সংস্কার করা হয়েছে। তারপরেও যদি সমস্যা থাকে তাহলে প্রশাসন অবশ্যই সচেতন ভাবে দায়িত্ব পালন করবে এবং মানুষকেও সচেতন হতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584