কুন্ডু বাড়ির প্রাচীন বাসন্তী পুজো ঘিরে উদ্দীপনা

0
522

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

the basanti puja of kundu bari

অবিভক্ত বাংলায় শুরু হওয়া বাসন্তী পূজো আজও সাড়ম্বরে পালিত হয় কুন্ডু বাড়িতে।নিয়ম নিষ্ঠার সাথে ঢাক কাঁসর বাজিয়ে পালিত হয় বাসন্তী পূজা।

the basanti puja of kundu bari
নিজস্ব চিত্র

মালদা শহরের বিনয় সরকার রোড এলাকায় কুন্ডু বাড়িতে ষষ্ঠী থেকে শুরু হয় এই পূজা। পাঁচ দিন ধরে পরিবারের সদস্যরা আনন্দে মেতে ওঠেন বাসন্তী পূজায়।প্রতিমা নিয়ে আসার পর নিয়ম নিষ্ঠার সাথে পাঁচ দিন ধরে চলে পূজা।পরিবারের সদস্যরা যে যেখানেই থাকুন না কেন পুজোর পাঁচটা দিন পরিবারে একত্রিত হয়ে বাসন্তী পূজায় মেতে ওঠেন।শনিবার ছিল অষ্টমী।

আরও পড়ুনঃ সন্তান সংসারের মঙ্গল কামনায় উদযাপিত নীলষষ্ঠী

পরিবারের প্রবীণ এক সদস্যা রেবা মন্ডল জানিয়েছেন, অবিভক্ত বাংলায় শুরু হয়েছিল এই বাসন্তী পূজা। বাংলা ১৩৩০ সাল থেকে এই পূজা শুরু হয় মালদায়। এরপর হিন্দুস্তান পাকিস্তান আলাদা হয়ে যাওয়ায় বেশ কিছুদিন পূজা হয় বর্তমানে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।

এরপর আবার ইংরেজি হাজার ১৯৫৬ সালে মালদায় বাসন্তী পূজা শুরু হয়।পূজা শরু করেন স্বর্গীয় জশোদা নন্দন কুন্ডু।বর্তমানে তার তিন ছেলে জয়ন্ত কুন্ডু, শুভ্র কুন্ডু ও শৈবাল কুন্ডু পূজার আয়োজন করেন। পুজোর কটা দিন নিরামিষ খেয়ে পরিবারের সদস্যরা বাসন্তী পূজায় মেতে ওঠেন। পূজার বিশেষত্ব লুচি পায়েস সহ অন্যান্য ভোগ দিয়ে পূজা করা হয়। অন্য ভোগ হয় নাই পুজোতে।

পরিবারের এক ক্ষুদে সদস্য সোহেনি কুন্ডু জানায়,পুজোর পাঁচটা দিন খুব আনন্দে কাটায় তারা।দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজনরা পূজা উপলক্ষে বাড়িতে আসেন। পাঁচ দিন ধরে খুব আনন্দ করে তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here