স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তরিত করা নিয়ে রণক্ষেত্র গোয়ালডাঙ্গা এলাকা

0
45

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

হঠাৎ স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান বদলের চেষ্টা। মালপত্র গোছাতে দেখেই উত্তেজনা তৈরি হয় গ্রামবাসীদের মধ্যে।স্বাস্থ্য কর্মী সহ অন্যান্যদের ঘিরে ব্যাপক বিক্ষোভ।ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গোয়ালডাঙ্গা এলাকায়।

battlefield for change the health center | newsfront.co
নিজস্ব চিত্র

গোয়ালডাঙ্গা এলাকায় বহু পুরনো একটি স্বাস্থ্য কেন্দ্র তথা হেলথ সাব সেন্টার রয়েছে।এই গ্রামের দু’শোর বেশি পরিবার দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পেয়ে আসছে।দীর্ঘ পুরনো স্বাস্থ্য কেন্দ্রটির সংস্কারের প্রয়োজন ছিল।

কিন্তু সংস্কার হয়নি,সেখানে স্বাস্থ্য পরিষেবা কাজকর্ম চলছে।সোমবার সকাল থেকে স্বাস্থ্য দফতরের কয়েকটি গাড়ি এসে দাঁড়ায়।বেশ কিছু কর্মী ওই সেন্টার থেকে বিভিন্ন মালপত্র প্যাকিং করে গাড়িতে তুলছিলেন। গ্রামবাসীরা জিজ্ঞাসা করলে তারা জানায় এই স্বাস্থ্য কেন্দ্রের কাজ আপাতত পাশের গ্রাম আলমপুরে হবে।

battlefield for change the health center | newsfront.co
স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পার্টি অফিস দখল ঘিরে রণক্ষেত্র ব্যারাকপুর, সংঘর্ষে মাথা ফাটল অর্জুনের

সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এইসব।এরপরই গ্রামবাসীদের মধ্যে খবর চাউর হয় স্বাস্থ্য কেন্দ্রটি স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে।

গ্রামের পুরুষ-মহিলা সকলে এসে স্বাস্থ্যকর্মীদের ঘিরে ধরে। উত্তেজনা তৈরি হয়।তাদের দাবি অবিলম্বে এ সিদ্ধান্ত বদল করতে হবে।কয়েকশো পুরুষ মহিলার এই বিক্ষোভে উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে হাজির হয় গুড়গুড়িপাল থানার পুলিশ।হাজির হয় মেদিনীপুর সদর ব্লকের বিডিও ও অন্যান্য জনপ্রতিনিধিরা।সমাধানের চেষ্টা চালাচ্ছেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here