মনিরুল হক,কোচবিহারঃ
বাউল শিল্পীর স্মৃতিতে বাউল গানের আসর বসল কোচবিহার ১ নং ব্লকের পানিশালা এলাকায়। গত মে মাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সঙ্গীত শিল্পী নবীন বাউলের। বাইকে করে মাথাভাঙা থেকে ঘুঘুমারির নিজের বাড়ি আসার পথে শুঁটকাবাড়ির বড়ো বাড়ি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় নবীন বাউলের। তারই স্মৃতির উদ্দেশ্যে ২৪-২৫ ডিসেম্বর দুদিন ব্যাপী বাউল মেলার আয়োজন করে তাঁর পরিবার।
এই অনুষ্ঠানে উত্তরবঙ্গে বিভিন্ন স্থানের কুড়ি জন বাউল শিল্পী সঙ্গীত পরিবেশন করে। এছাড়াও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন শিল্পী রামচরন গোসাই। অকালেই চলে যান প্রতিভাবান বাউল শিল্পী নবীন বাবু। স্ত্রী প্রতিমা রায় দেবনাথ সহ এক শিশু কন্যা রয়েছে তাঁর।
আরও পড়ুনঃকর্মীদের বাড়ি-দোকান ভাঙচুরের অভিযোগ বিজেপির
আয়োজকদের পক্ষে রতন সেন বলেন, আমরা নবীন বাউলকে তাঁর সৃষ্টি ও কর্মের মধ্যে বাঁচিয়ে রাখব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584