হেলমেটে পড়লেই পিঁয়াজ লাভ বর্ধমানে

0
61

সুদীপ পাল, বর্ধমানঃ

সেঞ্চুরি অনেকদিন আগেই পার করা হয়ে গেআছে। এবার ডাবল সেঞ্চুরির পথে পিঁয়াজ। পিঁয়াজের ঝাঁজে চোখের জল দেশবাসীর। কিন্তু এবার পিঁয়াজকে নিয়েই ট্রাফিক সচেতনতা হাতিয়ার করল একটি সংস্থা।

bike rider wear helmet | newsfront.co
নিজস্ব চিত্র

পথ নিরাপত্তায় হেলমেট অপরিহার্য। যাঁরা হেলমেট পড়ে মোটরবাইক চালাচ্ছেন তাঁদের হাতে পূর্ব বর্ধমানের পাল্লারোডের একটি ক্লাবের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এক কেজি করে পেঁয়াজের প্যাকেট।

সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সরকারি বা বেসরকারিভাবে প্রচার সত্বেও অনেক সময়ই দেখা যায় বাইক আরোহীদের মাথায় হেলমেট থাকেনা।

আরও পড়ুনঃ মদ-ধর্ষণ মুক্ত সমাজ গড়তে তিন দলের জোট

পাল্লারোডের এই রাস্তায় কয়েক ঘন্টায় দু’শো বাইক চলাচল করে। কিন্তু অধিকাংশের মাথাতেই নেই হেলমেট। ক্লাবের তরফ থেকে যে সমস্ত বাইক আরোহীর মাথায় হেলমেট রয়েছে তাঁদের তুলে দেওয়া হচ্ছে এক কেজি করে পিঁয়াজের প্যাকেট।

যা দেখে হাত কামড়াচ্ছেন হেলমেটহীন মোটরবাইক আরোহীরা। যে সমস্ত বাইক আরোহী পেঁয়াজ উপহার পেয়েছেন তাঁরা বলছেন, হেলমেট পড়ে এত দামী উপহার পাওয়া ভাগ্যের ব্যাপার।

এই কর্মসূচির উদ্যোক্তা সন্দীপন সরকার বলেন, পিঁয়াজ না পেয়ে কপাল চাপড়ালেন অনেকে। কিন্তু হেলমেট না পরলে আপনার জীবনের জন্য আপনার পরিবারকে কপাল চাপড়াতে হবে। তাই পিঁয়াজের জন্য নয় নিজের জীবনের জন্য হেলমেট পড়ুন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here