ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বীরভূমের বড়রা

0
39

পিয়ালী দাস,বীরভূমঃ

the birbhum heated after election
এলাকায় বিশাল পুলিশ বাহিনী ।নিজস্ব চিত্র

ফের উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা থানার বড়রা গ্রাম,রাতভর বোমাবাজিতে কেঁপে উঠলো গোটা গ্রাম।অভিযোগ স্থানীয় দুষ্কৃতী শেখ আফরাজ এর নেতৃত্বে গ্রামের বিভিন্ন তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়।ভোট পরবর্তী হিংসায় কাঁকর তলা থানায় বিভিন্ন গ্রামে অশান্তি সৃষ্টি করেছিল এই শেখ আফরাজ।

মঙ্গলবার ভোররাতে বড়রা গ্রাম পঞ্চায়েতের সদস্য আরবাজ শেখের বাড়িতে বোমাবাজি শুরু করে ওই দুষ্কৃতী বাহিনী।বোমের আওয়াজে গ্রামবাসীর আতঙ্কিত হয়ে পড়ে।ভোরের আলো ফুটতেই এলাকাবাসী বুঝতে পারে এই হামলা শেখ আফরাজ ওরফে কালু শেখের নেতৃত্বে হয়েছে।ঐক্যবদ্ধভাবে গ্রামবাসীরা কালু শেখের বাড়ি ঘিরে ধরে,এরপর উত্তেজিত গ্রামবাসীরা ওই দুষ্কৃতীর বাড়িতে ব্যাপক ভাঙচুর করে।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত দাঁতন

ঘটনার খবর পেয়ে এলাকায় যায় কাঁকরতলা থানার পুলিশ,পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পরে আরো পুলিশ বাহিনী কে পাঠানো হয়।বেলা গড়ানোর সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।বড়রা গ্রামের তৃণমূল নেতা উজ্জ্বল কাদেরী বলেন, “দীর্ঘদিন ধরে কালু দুষ্কৃতী মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত।এলাকার নিজের দখলে রাখতে কালু সেখ আমাকে খুন করার চক্রান্ত করেছিল,কিন্তু বুঝতে পারেনি গ্রামবাসী নারীরা এবার সজাগ রয়েছে,তাই গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে এবারে কালু শেখের পরিকল্পনা সফল হয়নি।

আমরা বহুবার পুলিশকে জানিয়ে ছিলাম এলাকায় কালু শেখ দুষ্কৃতী রাজ কায়েম করে মানুষকে ভয় দেখিয়ে লুটের রাজত্ব করার চেষ্টা করছে,কিন্তু অপরাধ করার পর বারবারই পাশেই ঝাড়খন্ডে পালিয়ে যায় কালু তাই পুলিশ ওকে ধরতে পারছিল না,এবারও হয়তো পালিয়ে যেত কিন্তু পুলিশ সঠিক সময় আসার জন্য ধরা পড়ে গেছে।”

এই কালু শেখের বিরুদ্ধেই বড়রা তৃণমূল পার্টি অফিসে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ ওঠে,এলাকায় বিভিন্ন রাজনৈতিক খুনের সঙ্গে জড়িত এই কালু শেখ।বীরভূম জেলার পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ জানান, “পুলিশ কালু শেখের বাড়িতে অভিযান চালিয়ে দুটি পাইপ গান, দুটি ওয়ান শাটার, ভোজালি, প্রায় ৫০০ তাজা বোমা উদ্ধার করে।পাশাপাশি কালু শেখ সহ আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।” আগামীকাল অভিযুক্তদের দুবরাজপুর আদালতে তোলা হবে।ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here