নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
রৌদ্রের তীব্র দাবদাহ।সেই রোদ মাথায় নিয়েই ভোট প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এমনকি তাদের ভোটের বাজার গরম করতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় চলছে জোরকদমে প্রচার।আর যার জেরে ৩০ এপ্রিল সাঁওতালি সাহিত্য গুরু সাধু রামচাঁদ মুর্মুর জন্মদিন ভুলে গিয়েছেন আদিবাদী সংরক্ষিত আসনের প্রার্থীরা।কিন্তু সেক্ষেত্রেই ব্যতিক্রমী মায়াবতীর বহুজন সমাজ পার্টির প্রার্থী অশোক মুর্মু।
‘রিটায়ার্ড এম্পোলয়িজ অ্যাসোশিয়েশন’ এর উদ্যোগে এদিন মধুবন মোড়ে পালন করা হয় সাঁওতালি সাহিত্যিক গুরু সাধু রামচাঁদ মুর্মুর জন্মদিন।অবসরপ্রাপ্ত এই ব্যাঙ্ক অফিসার অশোক কুমার মুর্মু এবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিএসপির প্রার্থী হয়েছেন।এদিন তিনি সাঁওতালি সাহিত্য গুরু সাধু রামচাঁদ মুর্মুর জন্মদিন পালনের অনুষ্ঠানে হাজির ছিলেন।
আরও পড়ুনঃ জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন
তিনি বলেন,’ভোট চলছে ঠিকই কিন্তু আমাদের সাঁওতালি সমাজের সাহিত্য গুরু সাধু রামচাঁদ মুর্মুকে কোন প্রার্থী মনে রাখেননি।উনাকে ভুলে যাওয়া মানে তো নিজের সমাজকে ভুলে যাওয়া। তাই আমাদের পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যেতে এই মহাপুরুষদের স্মরণ করতেই হবে।
নাহলে আগামী প্রজন্ম কি শিখবে?’ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে শাসক ও বিরোধী দলের আদিবাসী প্রার্থীরা প্রচার সারছেন প্রতিদিন কিন্তু সাঁওতালি সমাজের সাহিত্য গুরুর জন্মদিন পালন করে বাড়তি কিছুটা প্রচার যে পেলো বিএসপি র এই প্রার্থী তা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584