আবারও সোয়াইন ফ্লু এর আতঙ্ক !

0
80

ওয়েবডেস্কঃ

সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী দিল্লীতে নতুন ১০৪ জন সোয়াইন ফ্লু তে আক্রান্ত হাওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১৯ । এরমধ্যে  সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের ।

দেশের বিভিন্ন রাজ্যে সোয়াইন ফ্লু এর সংক্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে দেশের সমস্ত হাসপাতালগুলি সোয়াইন ফ্লু এর ভ্যাকসিন ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে এই রোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে । সোয়াইন ফ্লু সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য সরকার প্রদত্ত ২৪ ঘণ্টার  হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে । যেগুলি হল ০১১২২৩০০০১২, ২২৩০৭১৪৫ ।

বিশ্বব্যাপী মানব সভ্যতাকে ধ্বংস করতে যথেষ্ট এই সোয়াইন সোয়াইন ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশ গুলিতে এই নিয়ে সচেতনতা জারি হয়েছে ।সোয়াইন ফ্লু হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ A (H1N1)। ২০০৯ সালে প্রথম এই রোগের ভাইরাস ধরা পড়ে ।

সোয়াইন ফ্লু উপসর্গ সমূহ :
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গ গুলি হলো জ্বর , মাথা , গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ট, ক্ষুদামন্দা ও আলস্যবোধ, ওজন কমে যাওয়া ।

যাদের জন্য অত্যন্ত বিপদজনক :
যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি । সেই সাথে ইতিমধ্যে যারা কম ইমিউনিটি, রেনাল ট্রানস্প্লান্ট, ডায়াবেটিস, ব্লাড ক্যান্সার, হার্টের রোগ ও এইডস রোগে আক্রান্ত তাদের সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি ।

নিরাময়ের উপায় :
হাঁচি বা কাশির সময় মুখে রুমাল ব্যবহার করতে হবে ।
এ রোগের উপসর্গ গুলির কোন একটি দেখা দিলে কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে ।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here