বেআইনি ভাবে জমি বিক্রি করায় গ্রেফতার বিজেপি প্রার্থী

0
124

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ভোটের মুখে বিপাকে খড়্গপুর বিধানসভার বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। তীব্র আইনি জটিলতায় অন্তর্বর্তী জামিন নেওয়ার পর তিনি ফিরলেন নিজের কেন্দ্রে। জানা গিয়েছে, দিনকয়েক আগেই খড়্গপুর শহরের তলঝুলিতে। একটি জমি কেলেঙ্কারির মামলায় নাম জড়ায় তাঁর।

the bjp candidate arrested for illegal land sale | newsfront.co
প্রেমচাঁদ ঝা, বিজেপি প্রার্থী। নিজস্ব চিত্র

অভিযোগ ওঠে, ভুয়ো কাগজপত্র বানিয়ে যজ্ঞেশ্বর বেরা নামে এক স্বাধীনতা সংগ্রামীর জমি হাতিয়ে তিন কোটি টাকা মূল্যে বেআইনিভাবে বিক্রি করে দেয় প্রেমচাঁদ ঝা।

আইনি সহায়তা না পেয়ে প্রধানমন্ত্রীর দফতরে দ্বারস্থ হয় যজ্ঞেশ্বর বেরার ছেলে সুকান্ত বেরা। কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি পাঠানো হয় রাজ্যের মুখ্য সচিবের কাছে। এরপরে প্রেমচাঁদ ঝা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা শুরু করে রাজ্য পুলিশ।

the bjp candidate arrested for illegal land sale | newsfront.co
প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো অভিযোগ। নিজস্ব চিত্র

সেই মামলার তৎপরতা শুরু হতেই গা-ঢাকা দেয় দিলীপ ঘোষ ঘনিষ্ঠ প্রেমচাঁদ ঝা। এমনকি প্রার্থী তালিকা ঘোষণার পরেও রেল শহরে দেখা মেলেনি প্রেমচাঁদ ঝাঁ-র। এরপরে বিজেপি মহলে প্রেমচাঁদের গা ঢাকা নিয়ে গুঞ্জন ওঠে।

the bjp candidate arrested for illegal land sale | newsfront.co
সুকান্ত বেরা, অভিযোগকারী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বেতন বাড়িয়েও খুশি করতে পারলেন না মমতা

অবশেষে সোমবার সন্ধে বেলায় দেখা পাওয়া গেল তাঁর। জানা যায় সোমবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের শুনানি ছিল এই মামলার। বিচারক এই মামলায় বিজেপি প্রার্থীর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে। যদিও এ বিষয় নিয়ে প্রেমচাঁদ ঝা-র দাবি, তৃণমূল চক্রান্ত করে ফাঁসাচ্ছে তাকে। সব মিলিয়ে ভোট মরশুমে কোনও ভাবেই বিতর্ক পিছু ছাড়ছে না দিলীপ ঘোষ ঘনিষ্ঠ এই বিজেপি প্রার্থীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here