সুদীপ পাল,বর্ধমানঃ
পশ্চিম বর্ধমানের কাঁকসায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বাধল। পানাগড় গ্রাম এলাকায় বিজেপিতে যোগদান অনুষ্ঠানে এই গোলমাল থেকে হাতাহাতি বেধে যায়।

এক পক্ষের দাবি, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। কাঁকসার বিজেপি নেতা রমন শর্মা অবশ্য দাবি করে বলেন, ‘সিপিএম এবং তৃণমূল তাদের অনুষ্ঠান বানচাল করতেই এই ঘটনা ঘটিয়েছে।’
জানা যায়, পানাগড় গ্রামের এই অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে বেশ কিছু মানুষের বিজেপিতে যোগদানের কথা ছিল। সেখানে হাজির হন বিজেপি নেতা রমন শর্মা।
কিন্তু অনুষ্ঠান শুরুর সময়ে পানাগড় গ্রামের বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক মঞ্চের কাছে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা দাবি করেন, দলে যোগদানের যে অনুষ্ঠান হচ্ছে গ্রামের কোনো নেতাকর্মী তা জানেন না।
আরও পড়ুনঃ মনসা পুজোর ঘট বিসর্জন ঘিরে হাতাহাতি বাঁকুড়ায়
এলাকার বিজেপি নেতা মানস তিওয়ারি দাবি করেন, তাঁরা সিপিএম এবং তৃণমূলের সঙ্গে লড়াই করে সংগঠন তৈরি করেছেন। অথচ এখন ব্রাত্য হয়ে পড়ছেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘যাদের হাতে মার খেয়েছি এখন তারাই দলে আসছে।’ এর কারণ জানতে চাওয়া হলে দলের কিছু লোকজন তাঁদের ওপর আক্রমণ করে।
তিনি দাবি করেন, এই ঘটনায় জনা পাঁচেক কর্মী আহত হয়েছে। পানাগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। রমনবাবু অবশ্য বলেন, সারা রাজ্যে বিজেপিতে যোগদান চলছে। সিপিএম এবং তৃণমূল যৌথভাবে অনুষ্ঠানটির বানচাল করার চেষ্টা করছে।
উল্লেখ্য, তৃণমূলের বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করেন বলে তাঁর দাবী। যদিও তৃণমূল তা মানতে চায়নি যে বিজেপিতে যোগদান চলছে।
সিপিএম এবং তৃণমূল যৌথভাবে অনুষ্ঠানটির বানচাল করার চেষ্টা করছে। উল্লেখ্য, তৃণমূলের বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করেন বলে তাঁর দাবী। যদিও তৃণমূল তা মানতে চায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584