দেওয়াল ঘিরে দ্বন্দ্বে বিজেপি-তৃণমূল

0
71

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

বিজেপির লেখা প্রচারমূলক বেশ কয়েকটি দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বালুরঘাট পুরসভার বিদায়ী কাউন্সিলর  শঙ্কর দত্তর বিরুদ্ধে  অভিযোগ উঠেছে।
জানা গেছে,গণতন্ত্র বাঁচাও যাত্রা উপলক্ষ্যে প্রতিটি বুথে পাঁচটি করে দেওয়াল লিখছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।সোমবার বিকেলে বালুরঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখতে যায় বিজেপি কর্মীরা। অভিযোগ,ইনক্লাব এলাকায় প্রথম একটি দেওয়াল লিখতে গেলে স্থানীয় বিদায়ী কাউন্সিলার শঙ্কর দত্ত বাঁধা দেন।ওই  দেওয়ালটি তৃণমূলের দখলে বলে দাবী করা হয়।শঙ্কর বাবুর দাবী করা দেওয়ালটি ছেড়ে অন্য পাঁচটি দেওয়াল লিখে চলে আসেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার সকালে গিয়ে তারা দেখতে পান বিজেপির লেখা সবকটি দেওয়াল মুছে ফেলা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি জেলা নেতৃত্বরা।ঘটনাস্থলে ক্ষোভ  উগড়ে দেন তারা।বালুরঘাট টাউন মন্ডলের সভাপতি মিঠু মহন্ত বলেন,তারা যখন দেওয়াল লিখতে গিয়েছিলেন তখন বিদায়ী কাউন্সিলর  তাদের নানা ভাবে বাধা দিচ্ছিল।তবে বিজেপির পক্ষ থেকে বাড়ির মালিকের অনুমতি নেওয়া হয়।সন্ধ্যায় তারা দেওয়ালগুলি লিখে চলে আসেন। কিন্তু রাত এগারোটা নাগাদ বিদায়ী কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে সেই দেওয়ালগুলি মুছে দিয়েছেন।বালুরঘাট পুরসভার বিদায়ী কাউন্সিলর শঙ্কর দত্ত বলেন,সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলেছে বিজেপি।তারা নিজেরা দেওয়াল মুছে প্রচারে আসতে চাইছে।

আরও পড়ুনঃ আমরা উন্নয়ন ভুলে গিয়েছিলাম, রাম মন্দির মুখ্য হয়ে উঠেছিলঃবিজেপি এমপি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here