নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান আলি শাহ খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
জানা গিয়েছে, দুর্গাপূজার নবমীর রাতে পাঁশকুড়ায় নিজেরই পার্টি অফিসে তিনি খুন করেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান আলি শাহকে। মৃতের স্ত্রী, মাইশোরা অঞ্চলের প্রধান সাবিনা খাতুন প্রথম থেকেই অভিযোগ করেন যে, আমার স্বামীকে পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমান খুন করেছে।
এর জেরে পাঁশকুড়া থানায় আনিসুর-সহ চার জনের নামে এফআইআরও করেছিলেন কুরবানের স্ত্রী। কুরবানের মৃতদেহ আনার সময় পরিবহণ ও জল-সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আনিসুরের গতিবিধি ইতিমধ্যে পুলিশ সিসি ক্যামেরায় ফুটেজ বন্দি করা হয়েছে। সে কখন মেচগ্রামে ছিল, কখন কোলাঘাট ব্রিজ ক্রস করেছে– সব পুলিশের কাছে রেকর্ড রয়েছে বলে জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী।
কুরবান খুন হওয়ার পর থেকেই বিজেপি নেতা আনিসুরের ফেরার কথা ছিল। কিন্তু গা ঢাকা দিয়ে থাকায় প্রথমটায় তাঁকে নাগালে পাওয়া যায়নি। ইতিমধ্যে পুলিশ কুরবানের খুনের শুটার-সহ ৬ জনকে গ্রেফতার করেছে। বিজেপি নেতা আনিসুর রহমান প্রথম দিকে প্রকাশ্যে না এসে দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছিলেন।
আরও পড়ুনঃ কোচবিহারে উদ্ধার দু’কোটি টাকার হেরোইন, গ্রেফতার কলকাতার যুবক
জেলা বিজেপির জেলা সহ-সভাপতি জাগরণ অধিকারী সেই ভিডিও বার্তার মাধ্যমে জানান, সম্পূর্ণভাবে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এলাকায় তৃণমূল বিভিন্ন ভাবে সন্ত্রাস সৃষ্টি করছে। এখনও বহু বিজেপি কর্মী ঘর ছাড়া। অধিকারী পরিবার ও বর্তমান পুলিশ প্রশাসন হাত মিলিয়ে এই ধরনের কাজ করছে বলে জানা গিয়েছে, কারণ আনিসুর রহমানকে পাঁশকুড়া থেকে সরিয়ে দেওয়াই এদের লক্ষ্য।
আজ সকালে পুলিশ গোপন সূত্রে খবর পায়, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা বাস স্ট্যান্ড লাগোয়া কোনও এক জায়গায় বিজেপি নেতা আনিসুর রহমান লুকিয়ে আছে—জানিয়েছেন পুলিশ সুপার ভি সোলেমান নেসাকুমার। এরপর বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
যদিও আনিসুর গতকালের ভিডিও বার্তায় বলেন, আমি নির্দোষ। রাজনৈতিক ষড়যন্ত্রের জালে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কুরবান খুনের সিবিআই তদন্ত চাই। পুলিশ সূত্রের খবর, আজ তমলুক কোর্টে বিজেপি নেতা আনিসুর রহমানকে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584