নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
স্বাভাবিক ছন্দে ফিরছে ছেড়ুয়া।অবশেষে ঘরছাড়াদের ঘরে ফেরালো বিজেপি।দিন কয়েক ধরে অশান্ত ছিল মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া, হাতিহলকা সহ একাধিক গ্রাম। রাজনৈতিক হিংসায় ঘরছাড়া হতে হয়েছিল তৃণমূল ও বিজেপি দুই শিবিরের বেশ কিছু কর্মী সমর্থককে।
প্রশাসনের তরফ থেকে তৃণমূল-বিজেপি দুই শিবির কে নিয়ে শান্তি বৈঠক করতে হয়েছে।এর পরেই ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ নেয় প্রশাসন।
ইতিপূর্বেই প্রশাসনের তৎপরতায় ঘরে ফিরেছে তৃণমূলের ঘরছাড়ারা।অবশেষে শনিবার ঘরে ফিরিয়ে আনা হলো বিজেপির কর্মী-সমর্থকদের।
আরও পড়ুনঃ সবংয়ে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযোগ অস্বীকার বিজেপির
আজ বিজেপির জেলা নেতৃত্ব এর পক্ষ থেকে মিছিল করে প্রায় ৫০০জন ঘরছাড়া কর্মী সমর্থককে ফিরিয়ে আনা হয় ঘরে।উৎসবের মরসুমে এলাকায় শান্তি বজায় রাখতে আবেদন জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।
দীর্ঘদিন পরে ঘরে ফিরতে পেরে খুশি বিজেপি কর্মী-সমর্থকরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584