মনিরুল হক,কোচবিহারঃ
প্রায় দু’মাস বিদ্যালয় ছুটি ঘোষণা করায় সরকারি নির্দেশিকার বিরুদ্ধে এক ইস্যুতে পৃথক বিক্ষোভ আন্দোলন করল বিজেপি শিক্ষক সংগঠন ও ডিএসও।মঙ্গলবার কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির শিক্ষক সেল ও এসইউসিআই(সি)-র ছাত্র সংগঠন ডিএসও।
তাঁদের দাবী, অবিলম্বে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ছুটি নিয়ে তার নির্দেশিকা পরিবর্তন না করলে লাগাতার এই আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন।গত ৩ মে রাজ্যের শিক্ষাদপ্তর বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের সরকার পোষিত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধমিক স্তরে প্রায় দু-মাস ধরে ছুটি ঘোষণা করেছেন।৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত স্কুল ছুটি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ফের আটকালো বিজেপির মিছিল,বিক্ষোভে বসলেন প্রার্থী
ওই সিদ্ধান্ত বিদ্যালয় পড়ুয়াদের প্রবল ভাবে ক্ষতি করবে বলে দাবি করেছে ওই দুই সংগঠন।কোচবিহার বিজেপি শিক্ষক সেলের জেলা আহ্বায়ক বিনয় সরকার বলেন,”দীর্ঘ কাল ধরে ছুটি দেওয়ায় বিদ্যালয়ের প্রতি ছাত্রছাত্রী তথা অবিভাবকদের আগ্রহ কমে যাবে।উত্তরবঙ্গের আবহাওয়া এখন অনুকুলে থাকলেও ছুটির ফাঁদে পরে পড়ুয়ারা দিকভ্রান্ত হয়ে পরেছেন।
এমনিতে ভোটের কারনে এবছর ক্লাস কম হয়েছে।তার উপর এই দীর্ঘ ছুটি থাকলে সিলেবাস সম্পূর্ণ হবে না” বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ডিএসও-র জেলা সম্পাদক স্বপনকুমার বর্মন বলেন, “দীর্ঘদিনের এই ছুটি আসলে সরকার পোষিত বিদ্যালয় গুলিকে বেসরকারি করন করার ষড়যন্ত্রের করার চক্রান্ত চলছে।আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। তাই আজ জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছি।শীঘ্রই বিদ্যালয় গুলি খোলার দাবি জানাচ্ছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584