আমানতকারীদের টাকা ফেরতের দাবীতে অবরোধ

0
51

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

the blockade demanding refund of the depositors
নিজস্ব চিত্র

চিটফান্ডে আমানতকারীরা টাকা না পেয়ে এজেন্টদের উপর হামলা চালাচ্ছে।  কোথাও জমি বাড়ি দখল করছে।কোথাও আবার মারধরও করা হচ্ছে।এর ফলে প্রাণ সংশয় কাটছে বিভিন্ন চিটফান্ড সংস্থার এজেন্টরা।আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমে অবরোধ –  আন্দোলন করলেন অল বেঙ্গল চিটফান্ড সাফারাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।শুক্রবার সকালে মালদা শহরের রথবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ওই সংগঠনের সদস্যরা।শতাধিক সদস্যদের উপস্থিতিতে চলে দীর্ঘক্ষন বিক্ষোভ । এর ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজট বেড়ে যায়।এদিন এই বিক্ষোভ অবরোধের খবর পেয়ে ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী নিয়ে উপস্থিত হন আইসি পূর্ণেন্দু কুন্ডু।  প্রায় এক ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ওই সংস্থার সদস্যরা।  পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ওই সংগঠনের সদস্যরা বিক্ষোভ অবরোধ তুলে নেন। অল বেঙ্গল চিট ফান্ড সাফারারর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সদস্য জানিয়েছেন,এ রাজ্যে প্রায় ৫০ লক্ষ এজেন্ট বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। আমানতকারীদের কাছ থেকে টাকা তুলেছেন । সেই টাকা সংশ্লিষ্ট চিটফান্ড সংস্থা ষগুলিতে জমা দিয়েছেন।কিন্তু পরবর্তীতে বিভিন্ন চিটফান্ডগুলি উঠে যাওয়ায় এখন এজেন্টদের দূর্ভোগে পড়তে হচ্ছে।বিভিন্ন এজেন্টদের বাড়ি,ঘরে হামলা চালানোর পাশাপাশি তাদের মারধর করা হচ্ছে।  প্রাণ সংশয়ে অনেকে ঘর ছাড়া হয়ে রয়েছেন।জীবনের নিশ্চিত নিরাপত্তা দেওয়া এবং আমানতকারীদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার দাবীতে এদিন বিক্ষোভ-অবরোধ করা হয়েছে।সরকার ও প্রশাসনের কাছে আমরা আমাদের দাবি দাওয়া তুলে ধরেছি। ভবিষ্যতে সমস্যার সমাধান না হলে,  চিটফান্ড সংস্থার এজেন্টরা বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুমকি দেওয়া হয় ওই সংগঠনের পক্ষ থেকে।

আরও পড়ুন: সারা বাংলা যোগাসন প্রতিযোগিতায় কোচবিহারের ছয় প্রতিযোগী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here