শুন্য ব্লাড ব্যাঙ্ক,অবশেষে হাসপাতালেই রক্তদান শিবির

0
68

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

the blood donation camp at hospital
নিজস্ব চিত্র

ভোটের উত্তাপ বেশ গরম।রাজনৈতিক নেতা কর্মীরা যখন নির্বাচন নিয়ে ব্যস্ত,তখন ব্লাড ব্যাঙ্কে রক্ত না পেয়ে সমস্যায় পরছেন রোগীর পরিজনেরা।একাধিক ক্ষেত্রেই ডোনার কার্ড থাকা সত্ত্বেও মিলছে না প্রয়োজনীয় রক্ত। সোমবার এক প্রকার রক্ত শূন্য হয়ে পরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক।
ভোটের বাদ্যি বাজতেই রক্ত নিয়ে সমস্যা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরের দুটো ব্লাড ব্যাঙ্কেই।

the blood donation camp at hospital
রক্তদান করেছেন রক্তদাতার । নিজস্ব চিত্র

বালুরঘাট ব্লাড ব্যাঙ্ক মোটামুটি ভাবে সচল থাকলেও, রক্তশূণ্য হয়ে পরে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। ঐ ব্লাড ব্যাঙ্কের ডিজিটাল বোর্ড অনুযায়ী,মোট দশ ইউনিট রক্ত ছিল সোমবার।বি পজেটিভ সহ অন্যান্য নেগেটিভ গ্রুপ গুলি পুরো শূন্যে পরিণত হয়।

আরও পড়ুনঃ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

the blood donation camp at hospital
নিজস্ব চিত্র

ফলে অথৈ জলে পরেন রোগীর পরিবারের লোকজনেরা।রক্ত না পেয়ে গত কয়েকদিন থেকেই ক্ষোভের সৃষ্টি হয় রোগীদের মধ্যে।রক্তের ভান্ডার পূর্ণ রাখতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাছে আবেদনও জানান গত কয়েকদিন আগে।ঠিক সেই ডাকে সারা দিয়ে নববর্ষের পুণ্য লগ্নে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কেই উন্মীলন নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগেই একটি রক্তদান উৎসবের আয়োজন করা হয় এদিন।সর্বমোট ১৭ জন রক্তদাতা রক্তদান করেন এদিন।নতুন বছরকে রক্তদানের মধ্যে দিয়ে স্বাগত জানাতে পেরে খুশি সন্তোষ বর্মণ,আরিফ সরকার,সুশীল মুর্মু,পার্থ বর্মণদের মতো রক্তদাতারা।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালে সুপার সহ বিশিষ্ট শিক্ষক তুষার কান্তি দত্ত,গবেষক ও সমাজকর্মী কৌশিক বিশ্বাস,অধ্যাপক অভিজিৎ সরকার, প্রিয়জিৎ বর্মণ,চিকিৎসক টি.কে সাহা প্রমুখরা।

এবিষয়ে আয়োজক সংস্থার পক্ষে দেবাশীষ সরকার বলেন, “অন্যান্য জেলার মতো রক্তের চরম সংকট শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরেও। আর তাই গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের পরিষেবা সচল রাখতে তড়িঘড়ি করে নববর্ষের দিনেই আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি।”সমস্ত রক্তদাতাদের তিনি অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত,গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে প্রতিদিন গড়ে ২০ ইউনিট করে রক্তের প্রয়োজন হয়।এছাড়াও বালুরঘাট জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০ ইউনিট করে রক্তের প্রয়োজন হয়।যার মধ্যে ১০ শতাংশই থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সঞ্চালনে প্রয়োজন হয়।ভোটের কারণে জেলার বিভিন্ন রাজনৈতিক দল,রাজনৈতিক ব্যক্তিত্ব সহ রাজনৈতিক মদত পুষ্ট ক্লাব- সংগঠনগুলির রক্তদান শিবির আয়োজন করতে না পারায় এই সংকট শুরু হয়েছে বলে জানা গিয়েছে ব্লাড ব্যাঙ্কগুলির তরফ থেকে।এই সংকট মোচনে সমস্ত সহৃদয় মানুষ এবং সংগঠন গুলিকে রক্তদানের আবেদন জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে।এছাড়াও নববর্ষের দিনে এমন একটি অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here