শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
প্রতি বছর গ্রীষ্মকালে রাজ্য জুড়ে একটি রক্ত সংকটের পরিস্থিতি তৈরি হয়।বিভিন্ন ভীতির কারনে এখন মানুষ এই রক্তদান করতে সংকোচ বোধ করে।কিন্তু মানুষকে বাঁচাতে এখন রক্তের বিকল্প তৈরী হয়নি।তাই রক্ত দান করতে ১৮ বছরের উর্দ্ধে ছাত্রছাত্রীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে দক্ষিন দিনাজপুর জুড়ে বিভিন্ন স্কুল কলেজে রক্তদান উদ্বুদ্ধ করন সার্টিফিকেট কোর্সে।
তেমনই বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে রক্তদান উদ্বুদ্ধ করন সার্টিফিকেট কোর্স হল বালুরঘাট বিএড কলেজে। এই সার্টিফিকেট কোর্সে মোট প্রায় চারশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।শুধু এই রক্তদান উদ্বুদ্ধকরন সার্টিফিকেট কোর্সে মধ্যেই এই অনুষ্ঠান সীমাবদ্ধ থাকবে না এই সার্টিফিকেট কোর্সে উদ্বুদ্ধ হয়ে আগামী কিছুদিনের মধ্যেই এই ছাত্রছাত্রীরা জেলায় তৈরি হওয়া রক্ত সংকট মেটাতে একটি রক্তদান শিবিরের আয়োজন করবে বলেও জানা গেছে।
আরও পড়ুনঃ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন
প্রায়,চারশো জন ছাত্রছাত্রীকে রক্তদানে উদ্বুদ্ধ করতে পেরে খুশি দক্ষিণ দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। রক্তদান করে যে কোনো শারীরিক ক্ষতি হয় না বরঞ্চ একজনের জীবন বাঁচানো যায় তা জানেন পেরে খুশি এই ছাত্রছাত্রীরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584