ব্লাড কার্ড দেখিয়েও মিলছে না রক্ত

0
48

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চলছে রক্ত সঙ্কটের ফলে সমস্যায় পড়েছেন রোগী ও রোগীর পরিজনেরা। জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে এই রক্তের সঙ্কট চলছে। রোগীর পরিজনেরা জানান, ব্লাড কার্ড নিয়ে এসেও ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত মিলছে না।

the blood not found showing blood card | newsfront.co
নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন বলেন, “দুর্গা পূজার মরশুমে প্রতি বছরই ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট দেখা দেয়।

আরও পড়ুনঃ রক্তসংকট দূর করতে উদ্যোগী গাড়িধরা ফাঁড়ির পুলিশ

এই সময় বিভিন্ন ক্লাব, সংগঠন এমনকি রাজনৈতিক দলগুলিও উৎসবে ব্যস্ত থাকে। সারা বছর এরাই মূলত ব্লাড ব্যাঙ্কে রক্তের জোগান দেয়। তবে আমাদের পক্ষ থেকে সারা বছরই রক্তদান শিবির আয়োজন করার জন্য উৎসাহ দেওয়া হয়। এই কারণে ইতিমধ্যেই বিভিন্ন সংগঠনের কাছে রক্তদান শিবির আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here