মনিরুল হক,কোচবিহারঃ

রক্তাক্ত অবস্থায় এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ ভোরবেলা কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত জিরানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোসাইগঞ্জ বেলতলা তেপথী দেওয়ানহাট-বলরামপুর রাজ্য সড়কের পাশে।

বুধবার স্থানীয় বেশ কয়েকজন লোক রাস্তায় মর্নিংওয়ার্ক করতে গিয়ে ওই যুবতীর মৃতদেহ দেখতে পায়। পরে ওই খবর নিয়ে আনাগোনা শুরু হতেই স্থানীয়রা সেখানে ভিড় করতে শুরু করে।পরে পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।ঘটনাস্থল থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।কে বা কারা ওই যুবতীকে খুন করে রাস্তায় ফেলে দিয়েছে তা এখন পুলিশের কাছে স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ রেল লাইনের ধার থেকে পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ওই কলেজ ছাত্রীর নাম মন্দিরা দাস(১৮)। তার বাড়ি ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিজানি এলাকায়।সে দিনহাটা কলেজে প্রথমবর্ষের ছাত্রী। জানা গেছে,মঙ্গলবার ওই যুবতী একটি বাইকে করে তার বন্ধুর সাথে ঘুরতে যায়। তারপর আর সে বাড়ি ফেরে নি।তার মোবাইল ফোন পর্যন্ত বন্ধ ছিল।আজ সকালে জিরানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোসাইগঞ্জ বেলতলা তেপথী দেওয়ানহাট-বলরামপুর রাজ্য সড়কের পাশে ওই যুবতীর মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা।পরে পুলিশকে স্থানীয়রা খবর দেয়।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ প্রাথমিক ভাবে সন্দেহ করছে, কেউ খুন করে তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছে। মৃত ওই যুবতীর মুখ ও মাথায় ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ ওই যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। ওই ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584