মনিরুল হক,কোচবিহারঃ
প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দিনহাটার সীমান্ত গ্রামে। বৃহস্পতিবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
বিদ্যালয়ে পঠনপাঠনের সময় হলে ক্ষুদে পড়ুয়ারা চলে আসতে পারে বলে আতঙ্ক তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তড়িঘড়ি বোমা উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য দিনহাটা থানার পুলিশকে জানান সেখানকার বাসিন্দারা। পরে দিনহাটা থানা থেকে পুলিশ গিয়ে স্কুলের মাঠে পড়ে থাকা ওই বোমাটিকে উদ্ধার করে নিয়ে আসে।
আরও পড়ুনঃ পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার
আতঙ্কিত বাসিন্দাদের অনেকেই অভিযোগ করে জানিয়েছেন, যেভাবে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই সুতলি বোমাটি পড়েছিল, সেটা বড়দের চোখে না পড়লে একটা বড় ধরণের অঘটন ঘটতে পারত। স্কুলের সময় ছোট ছোট পড়ুয়ারা বোমাটিকে বল ভেবে খেলতে গেলেই বিপদ ঘটতে পারত। কারা ওই বোমা স্কুল মাঠে রেখে গিয়েছে, তা খুঁজে বের করে বের করে শাস্তির দাবী জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে একাধিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়েছে দিনহাটার বিভিন্ন গ্রাম। ওই সংঘর্ষে বোমা গুলির ব্যাপক ভাবে ব্যবহার করা হয়েছে। দিনহাটায় পরিত্যক্ত বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়ে শিশু আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিতে নেমে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করেছে। কিন্তু এখনও যে দিনহাটার গ্রামগঞ্জে বোমা ছড়িয়ে রয়েছে, তা এদিন স্কুলের মাঠে ওই বোমা উদ্ধারের ঘটনায় ফের প্রমান করল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584