নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের রেলাতে কয়েকটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় জানা যায়, স্থানীয় এলাকাবাসীরা চাষের জমিতে কাজ করতে যাওয়ার সময় ঝোপ জঙ্গলে ঘেরা মাঠের মাঝে এই বোমগুলি দেখতে পায়।
পরে স্থানীয় জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ বোমগুলি উদ্ধার করে আনে। পুলিশ সূত্রে খবর বোমগুলি উদ্ধারের সময় তাজা অবস্থায় ছিল না।
আরও পড়ুনঃ পলিথিনে মোড়া সদ্যজাত উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
মাঝে বেশ কিছুদিন ধরে দাঁতনের হরিপুর, সাবড়া-সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অশান্তিকে কেন্দ্র করে যে গন্ডগোল হচ্ছিল তাকে কেন্দ্র করে পুলিশি তল্লাশি চলছে জোরকদমে।
এর ফলে কেউ বা কারা এই বোমগুলিকে মাঠের মাঝে জলা জমিতে ফেলে দিয়ে যায়– এমনটাই অনুমান পুলিশ প্রশাসনের। এলাকায় যাতে নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ে, সেজন্য কড়া নজরদারি শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584