মনিরুল হক,কোচবিহারঃ

তালা ভেঙে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে বোমা উদ্ধার করল একদল বাসিন্দা।আজ কোচবিহারের অসম-বাংলা সীমান্তের বক্সিরহাট বাজারে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।পরে কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন বেশ কিছু বাসিন্দা জমায়েত তৃণমূলের ওই কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে বোমা দেখতে পায়। এরপরেই তাঁরা সেখানে বোমা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে।সেই উত্তেজনা নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ নামানো হয়।
আরও পড়ুনঃ তৃণমূল কার্যালয় থেকে বোমা উদ্ধার
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির লোকজন গিয়ে তাঁদের কার্যালয়ের তালা ভেঙে সেখানে বোমা রেখে উত্তেজনার সৃষ্টি করেছে। ওই কার্যালয় দখলের চেষ্টা করছে। তাঁরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন।অন্যদিকে বিজেপির দাবি, ওই ঘটনার সাথে বিজেপির কোন সম্পর্ক নেই।জনরোষের মুখে পড়ে দলীয় কার্যালয়টি। সেখান থেকে বোমা উদ্ধার হওয়ার পর বাসিন্দারা আরও উত্তেজিত হয়ে পড়েন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584