মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল যুব সভাপতির বাড়িতে বোমা ছোঁড়ার ঘটনার পর দিনহাটার ভেটাগুড়িতে রুটমার্চ করল পুলিশ। আজ বিকেলে ভেটাগুড়ি বাজার সহ সংলগ্ন এলাকায় ওই রুটমার্চ হয়। রুটমার্চের নেতৃত্ব দেন দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খান্ডোয়াল, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত। গতকাল রাতে ভেতাগুড়ি ২ নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আইনুল মিয়াঁর বাড়িতে বোমা ছোঁড়ার ঘটনা ঘটে। মাদার-যুব’র গোষ্ঠী সংঘর্ষের জেরে ওই বোমা ছোঁড়ার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এরপরেই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের ওই রুটমার্চ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গ,মঙ্গলবার রাতে দিনহাটার ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শাকদল গ্রামে ওই ঘটনা ঘটেছে। বোম বিস্ফোরণের জেরে টিনের চালা উড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে, উঠনে গর্ত হয়ে যায়। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থানায় ফোন করা হলেও পুলিশ পরের দিন সকালে আসে বলে অভিযোগ করা হয়েছে।
তৃণমূল যুব কংগ্রেসের ভেটাগুড়ি ২ নম্বর অঞ্চল সভাপতির নাম আইনুল মিয়াঁ। তার স্ত্রী সিরিনা পারভিন বিবি দিনহাটা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা। মাদারা-যুব গোষ্ঠীর কাজিয়ায় নির্দল প্রার্থী হয়ে সিরিনা পারভিন বিবি জয়লাভ করেন বলে জানা গিয়েছে। তাঁদের বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠেছে সেখানকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুনীল রায় সরকারের অনুগামীদের বিরুদ্ধে। ওই ঘটনা নিয়ে থানায় ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অঞ্চল যুব সভাপতি।
আরও পড়ুন: নেতাজী স্মরণেই ক্লাবের নাম নেতাজী স্মৃতি সংঘ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584