সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমানের আউশগ্রাম-২ ব্লকের ভেদিয়া গ্রাম পঞ্চায়েতের ১৯টি বুথের দায়িত্ব বণ্টন করলেন আউশগ্রাম বিধানসভার দলের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল।রাজনৈতিক মহলের মতে, আউসগ্রাম ২ ব্লকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছিল তা মেটাবার জন্যই এই রকম পদক্ষেপ নিলেন অনুব্রত।অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হল দু’জনকে। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে একজন হলেন ভেদিয়া পূর্বপাড়ার স্থানীয় নেতা অতনু বন্দ্যোপাধ্যায় এবং অপরজন হলেন ব্রাহ্মণডিহি গ্রামের স্থানীয় নেতা নাসিরুল শেখ। দু’জনকে ন’টি করে বুথ ভাগ করে দেওয়া হয়েছে। অতিরিক্ত ৪৫নম্বর বুথের দায়িত্ব সামলাবেন আউশগ্রাম-২ ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেকথা অবশ্য স্বীকার করেছেন না অনুব্রত।তিনি বলেন, বীরভূম, কেতুগ্রাম ও মঙ্গলকোটের বিভিন্ন জায়গায় এভাবে আগেও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রামকৃষ্ণবাবু বলেন, ভেদিয়া গ্রাম পঞ্চায়েতটি আয়তনে অনেক বড়।তাই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: বিশ্ব ডুয়ার্স উৎসবের সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584