নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠল দিনহাটা ১নং ব্লকের গোসানিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের কালিগঞ্জ এলাকার দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।ঘটনার পর অভিযুক্ত ওই দুই যুবক পলাতক।
পরিবারের পক্ষ থেকে দিনহাটা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ওই ঘটনার অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নাবালিকার দারিদ্রতার সুযোগ নিয়েই দুই প্রতিবেশী যুবক মানিক মহন্ত এবং জগদীশ মহন্ত দিনের পরদিন এই নাবালিকার উপর শারীরিক নির্যাতন করে।
কিন্তু কিছুদিন আগে পরিবার ও স্থানীয় লোকজন ওই কিশোরীর চলাফেরা এবং শারীরিক অবস্থা অস্বাভাবিক দেখে লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করে।সেই নাবালিকা জানায়, বহুদিন ধরেই প্রতিবেশী দুই যুবক তাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করত।
আরও পড়ুনঃ মূক-বধির ছাত্রীকে ধর্ষণ, অপহরণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
কিন্তু ভয় দেখানোর কারণে নাবালিকা মেয়েটি এই কথা কাউকে বলতে পারেননি।তারপর আজ স্থানীয় লোকজনের সহায়তায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে ওই নির্যাতিতা অন্তঃসত্ত্বা কিশোরীকে।
পরিবারের পক্ষ থেকে ওই দুই যুবকের নামে দিনহাটা মহিলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।তবে অভিযুক্ত ওই দুই যুবক বর্তমানে পলাতক বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, দিনহাটার গোসানিমারি এলাকার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা সুপর্ণা রায়(নাম পরিবর্তিত) এর মেয়ে নাবালিকা সীমা রায়(নাম পরিবর্তিত)কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দুই যুবক দিনের পর দিন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করত বলে জানান।
দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে ধর্ষণ করা হলেও পরিবারের লোকজন তা বুঝতে পারে নি।এই পরিবারে সুপর্ণা রায়ের স্বামী বিগত দু’বছর ধরে নিরুদ্দেশ।তাই দুই সন্তান নিয়ে প্রবল কষ্টে দিন যাপন করছিলেন তিনি।
সেই দারিদ্রতার সুযোগ নিয়েই দুই প্রতিবেশী মানিক মোহন্ত এবং জগদিশ মহন্ত দিনের পর দিন এই নাবালিকার উপর শারীরিক নির্যাতন করেন।
আজ স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। ওই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে ওই দুই যুবকের নামে দিনহাটা মহিলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584