মনিরুল হক,কোচবিহারঃ
অবৈধ ভাবে মদ বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে আক্রান্ত এক যুবক।ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের সাঙ্গারবাড়ি গ্রামে। তাকে আহত অবস্থায় স্থানীয় উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর আহত ওই যুবকের পরিবারের পক্ষ থেকে শীতলকুচি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছুরিকাহত ওই যুবকের নাম অশোক বর্মন(২৩)। জানা গেছে, বেশ কিছুদিন থেকে চিরঞ্জিৎ বর্মন ও তারা বর্মন নামে ওই দুই ব্যক্তি তাঁর বাড়ির সামনের রাস্তার ধারে প্রতি সন্ধ্যায় সস্তায় মদ বিক্রি করেন বলে অভিযোগ।প্রতিবেশীরা বারবার এ বিষয়ে আপত্তি জানালেও সে কথায় কান দেননি ওই দুই যুবক।
আরও পড়ুনঃ বেআইনী মদ বিক্রির অভিযোগে ধৃত সিভিক ভলান্টিয়ার
অভিযোগ, মদ খেয়ে অনেকেই তাদের বাড়ির সামনে গালিগালাজ ও বিকট স্বরে চিৎকার চেঁচামেচিও করে।সন্ধ্যে হলেই ওই এলাকায় বাড়ি থেকে বেরোতে ভয় পায় মহিলারা।এছাড়াও অবৈধ মদ বিক্রির কারনে কার্যত মাতালদের তাণ্ডব শুরু হয় ওই এলাকায়।ওই ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই দুই মদ ব্যবসায়ীর সঙ্গে বচসা বাধে প্রতিবাদী যুবক অশোকের।
ওই বচসা চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। হঠাৎ করে ওই যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং আঘাত করে।ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়ায়।গোটা ঘটনাটি উল্লেখ করে আহতের পরিবারের পক্ষ থেকে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেছে।পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584