সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বেআইনী ভাবে মদ বিক্রির অভিযোগে টোলাট থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার গ্রেফতার।জানা গেছে যে, গতকাল রাতে আবাদ ভগবানপুর অঞ্চলের বলরামপুর গ্রামের বাসিন্দা টোলাহাট থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার বাঁশিনাথ গায়েন নামে ঢোলাহাট থানার সিভিক ভলান্টিয়ার এবং মনিরাজ হালদার নামে রায়দিঘি থানার কৌতলা অঞ্চলের ইস্তারানপুর গ্রামের বাসিন্দা মদ পাচারের সময় ধরা পড়ে রায়দিঘি থানার পুলিশের হাতে।সূত্রের খবর দীর্ঘদিন যাবৎ বাঁশিনাথ গায়েন ও মনিরাজ হালদার অবৈধভাবে মদ বিক্রি করছিল।
এলাকার লোক বিভিন্নভাবে অভিযোগ করেও কোন ফল হয়নি।গতরাত্রে গোপন সূত্রে খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ গ্রেপ্তার করে দুজনকে।আজ সকালে রায়দিঘি থানার ওসি সিভিক ভলান্টিয়ারের নামে হালকা কেস দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বেআইনী মদ সহ ধৃত ১
ওসি দেবাশিষ রায়ের কাছে জানতে চাইলে তিনি সিভিক পুলিশে নাম বলেননি এবং সিভিক ভলান্টিয়ার গ্রেফতারের ঘটনাটি অস্বীকার করেন।কিন্তু পরবর্তী সময়ে ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হয়।কিন্তু কি কারনে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয় তা নিয়ে মুখ খুলতে নারাজ রায়দিঘি থানার কর্মরত আধিকারিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584