নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনের ব্যারাকের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র।ডিয়ার পার্ক সংলগ্ন অজুর্নখাস মৌজায় প্রায় ৪০ একর জায়গার উপর গড়ে উঠেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইন।
পুরুষ কনস্টেবল,এনভিএফ ও হোমগার্ডদের থাকার ব্যারাক এবং ক্যান্টিনের উদ্বোধন করেন ডিজি।প্রথমে নারকেল ফাটিয়ে তারপর সবুজ ফিতা কেটে দ্বারোঘাটন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি(আইবি) নীরাজ কুমার সিং, আইজি(পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্রা,ডিআইজি(মেদিনীপুর রেঞ্জ) সুকেশ জৈন, ঝাড়গ্রামের এসপি অমিতকুমার ভরত রাঠোর প্রমুখ।এদিন চারতলা বিশিষ্ট যে ব্যারাকের উদ্বোধন হয়েছে সেখানে ৩২০ জন পুলিশ কর্মী একসঙ্গে থাকতে পারবেন।
সাংবাদিকের কাছে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র বলেন,‘মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি পুলিশ কর্মীদের থাকার জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছেন তিনি।আমার মনে হয় রাজ্যের মধ্যে এটিই সবচেয়ে বড় এলাকা জুড়ে তৈরি করা হয়েছে পুলিশ লাইন।’
আরও পড়ুনঃ উদ্বোধন হলেও চালু হল না বর্ধমানের রেলসেতু
২০১৬ সালের জানুয়ারি মাস থেকে একাজ শুরু হয়। পুলিশ লাইনটি মডেল হিসেবে গড়ে তোলা হচ্ছে। নানা ধরনের অত্যাধুনিক সুবিধাযুক্ত পুলিশ লাইন করা হচ্ছে।
খেলা,শরীর চর্চার জন্য আছে খেলার মাঠ,প্যারেড গ্রাউন্ড,ক্রিকেট গ্রাউন্ড,ভলিবল,মহিলা ও পুরুষ পুলিশদের জন্য থাকচ্ছে আলাদা খেলার মাঠের ব্যবস্থা। এছাড়াও প্রশাসনিক বৈঠকের জন্য কনফারেন্স হল,উচ্চপদস্থ আধিকারিকদের জন্য গেস্ট হাউস।
এমনকি হেলিপ্যাডেরও নক্সা করা রয়েছে এখানে। পুলিস সুপার অমিতকুমার ভরত রাঠোর ব্যারাকের পুলিশ কর্মীদের উদ্দেশে বলেন,‘ব্যারাকে দুটি কমিটি করুন।
একটি মেস কমিটি এবং ক্লিন কমিটি।রোটেশনে দায়িত্ব পালন করে এলাকা পরিস্কার রাখবেন।এখানের চারিদিকে সেন্ট্রির ব্যবস্থা করবেন।
দু’মাস পর আমি যদি দেখি আপনারা ভালো কাজ করে এলাকা পরিস্কার রাখেন তাহলে জিমের ব্যবস্থা করা হবে।আরও কয়েক মাস পরে আপনাদের বিনোদনের জন্য রিফ্রেশারেরও ব্যবস্থা করা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584