নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
প্রায় ২৭ বছর ধরে কোনও সংস্কার হয়নি। আর সেই কারণেই ভয়াবহ আকার নিয়েছে ফালাকাটা ব্লকের ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুর এলাকার খাসের ঘাট নদীর সেতুর অবস্থা। যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা, অথচ একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও সে দিকে প্রশাসনের নজর নেই বলেই অভিযোগ।
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ বহু বছর থেকেই সেতুটির বেহাল দশা। এই বর্ষায় তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্ঘটনা এড়াতে অনেক সময় মোটরবাইক ও সাইকেল আরোহীরা বাধ্য হয়ে সেতুর উপর দিয়ে যাতায়াত করেন।
আরও পড়ুনঃ বাঁধ সংস্কারের দাবি এলাকার বাসিন্দাদের
এলাকার বাসিন্দা রঞ্জিত দাস বলেন, ‘‘যানবাহন দূর অস্ত, ওই সেতু দিয়ে পায়ে হেঁটে চলাচল করাও দায়। স্কুল ও কলেজ পড়ুয়া থেকে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কাজে হাজার হাজার মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন।
প্রত্যেক দিন অল্প অল্প করে সেতুর অংশ ভেঙে পড়ছে।” প্রধান পঞ্চায়েতকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাঁদের দাবি সেতুটি সম্পূর্ণ ভাবে ঠিক করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584