সিমা পুরকাইত,দক্ষিণ চব্বিশ পরগনাঃ
নব সাজে দম্পতির পুণরায় বিয়ে দিয়ে ভাঙা সংসার জোড়া লাগালো পুলিশ কর্মীরা।দক্ষিন ২৪ পরগনার জয়নগর থানা পুলিশের উদ্যগেই রুখল সেই দম্পতির বিবাহ বিচ্ছেদ।বিবাদ ভুলে নতুন করে পথ চলা শুরু করল ওই দম্পতি। ১১ বছর আগে প্রেম করে জয়নগরের ময়দা কালি বাড়িতে গিয়ে বিয়ে করেছিল জয়নগরের কাঁসারী পাড়ার প্রদীপ দাস ও সাহজাদাপুরের শম্পা দাস।
দম্পতির বছর আটেকের এক পুত্র সন্তানও আছে।সব কিছু ঠিক থাকলেও বছর দেড়েক আগে প্রদীপের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলে স্ত্রী শম্পা।আর সেই থেকেই সংসারে আসে ভাঙন।এক বছর ৩ মাস আগে থেকে তারা একে অপরের থেকে আলাদা থাকতে শুরু করে।স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চেয়ে মাস তিনেক আগে জয়নগর থানার দ্বারস্থ হয় শম্পা।
আরও পড়ুন: পথ দুর্ঘটনা এড়াতে পুলিশের মাইকিং
শম্পার মুখে সব শুনে স্বামী প্রদীপকেও ডেকে পাঠায় জয়নগর থানার পুলিশ।ওই দম্পতির এক মাত্র সন্তানের মুখের দিকে চেয়ে দুজনকেই এক সাথে চলার পরামর্শ দেন এ এস আই দীপঙ্কর বাবু । গত তিন মাস ধরেই এই ভাঙা সংসারকে জোড়া লাগানোর জন্য দম্পতি ও তাদের পরিবারের সাথে কথা চালাতে থাকে জয়নগর থানার পুলিশ কর্মীরা।
অবশেষে নিজেদের বিবাদ ভুলে এক সাথে নতুন করে চলার অঙ্গিকার করেন সেই দম্পতি।শুক্রবার রাতে জয়নগর থানার এ এস আই দীপঙ্কর দাসের উদ্যোগে থানা লাগোয়া কালি মন্দিরে দম্পতিকে নিয়ে গিয়ে আর এক বার বিয়ের ব্যাবস্থা করে জয়নগর থানার পুলিশ কর্মীরা। টোপর পরান।হয় প্রদীপের মাথায়। শম্পার মাথাতেও দেওয়া হয় কনের মুকুট।দুজন দুজনকে মিষ্টি মুখ করিয়ে নতুন ভাবে আবার পথ চলার শপথ নেন মন্দিরের সামনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584