তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
ভোট যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হয় তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশে কালিয়াগঞ্জ বিধানসভার উপ-নির্বাচনে প্রতিটি বুথেই থাকছে আধা সামরিক বাহিনী।
জানা গিয়েছে, একমাত্র তৃণমূল ছাড়া বিজেপি, বাম-কংগ্রেসজোট নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছিল রাজ্যের তিনটি বিধানসভার নির্বাচনে আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করবার।
আরও পড়ুনঃ মহিলা সম্মেলনে তৃণমূলকে কটাক্ষ লকেটের
কালিয়াগঞ্জের বিধানসভার উপ-নির্বাচনে এক কোম্পানি মহিলা আধা সামরিক বাহিনী ইতিমধ্যেই কালিয়াগঞ্জে এসে নিয়মিত এরিযা ডোমিনেশনের কাজ করে চলেছে।
প্রতিদিন শহর ও বিভিন্ন গ্রামে গিয়ে রুটমার্চ করছে স্থানীয় কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের সহায়তায়। কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই বলেন, কালিয়াগঞ্জ অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা। তাই নির্বাচনও শান্তিপূর্ণ ভাবেই হবে বলে তাঁর বিশ্বাস।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584