নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ছেলে বিএসএফ জওয়ান রাজস্থানে কর্মরত অবস্থায় মারা গেলেন। সূত্রের খবর, ১৬১ নং ব্যাটেলিয়ান এর কর্মরত জওয়ান বিপ্লব মার্জিত(৩৫) মারা গেছেন মঙ্গলবার বিকাল ৩.৩০ নাগাদ।
মৃতের বাবাকে ফোন করে জওয়ানের মৃত্যুর খবর দিতেই শোকে ভেঙে পড়েন ছেলের বাবা।
জানা যায়, ২০১৩ সালে চাকরিতে যোগদান করেন খড়গ্রাম থানার পদমকান্দি অঞ্চলে সর্বমঙ্গলাপুর গ্রামের বাসিন্দা বিপ্লব মার্জিত। বর্তমানে তাঁর কর্মস্থান ছিল রাজস্থান। তার দুই ছেলে আছে।
আরও পড়ুনঃ তপনে বিএসএফের গুলিতে অজ্ঞাত পরিচয় পাচারকারীর মৃত্যু
পরিবার সূত্রে জানা যায়, বিপ্লবের জ্বর হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরশুদিন মৃতের বাড়িতে এই খবর জানায় বিপ্লবের এক সহকর্মী। তারপর ওইদিনই বিকাল নাগাদ ফোন করে ওই সহকর্মী জানান বিপ্লব মারা গেছে।
এদিকে পরিবারের দাবি কী এমন জ্বর হয়েছিল যে ৩ দিনের মধ্য মারা গেল তাঁদের ছেলে। সঠিক তদন্ত করার দাবি জানিয়েছেন বিপ্লবের স্ত্রী।
এই খবর শোনার পরে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ১৩ ডিসেম্বর সকালে বাড়ি আসার কথা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584