নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

বাস পার্কিং এর জায়গা থেকে সরতে বলায় সরকারি বাস কর্মীকে লক্ষ করে গুলি ছোঁড়ার অভিযোগ উঠল দুই যুবককের বিরুদ্ধে। সোমবার সকাল ছয়টা নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকায় কালিয়াচক বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে। বা পায়ে গুলি বিদ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় ওই পরিবহন কর্মী বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।তবে পলাতক অভিযুক্ত দুই যুবক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে জখম পরিবহন কর্মীর নাম সুকান্ত মিত্র।বাড়ি পুরাতন মালদার সাহাপুর দুই নম্বর কলনী এলাকায়। তিনি সরকারি পরিবহন সংস্থার অস্থায়ী কর্মী।
আরও পড়ুন: উত্তর দিনাজপুর প্রেসক্লাবের দশম দ্বিবার্ষিক সম্মেলন
বাঁকুড়া ডিপোয় কর্মরত রয়েছেন।মালদহ থেকে বাঁকুড়া রুটের বাসে তিনি কন্ট্রাকটার হিসাবে রয়েছেন। প্রতিদিনের মত সোমবার সকাল ৬ ৩০ নাগাদ বাঁকুড়াগামী সরকারি বাসটি রথবাড়ি স্ট্যান্ডে আসে। কিন্তু মালদা কলেজ সংলগ্ন বাস স্ট্যান্ডের বাস পার্কিং এর কাছে তখন দুই যুবক দাঁড়িয়ে ছিল। বাসটি সেখানে দাঁড় করানোর জন্য দুই যুবককে সরে যেতে বলে চালক।কিন্তু কথা না শোনায় গাড়ি থেকে নেমে যান কন্ট্রাকটার সুকান্ত মিত্র।বচসা বাধে দুই যুককের সঙ্গে। বচসা চলাকালীন দুই যুবক চলে যায় সেখান থেকে। ঘটনায় কয়েক মিনিট পর আগ্নেয়াস্ত্র হাতে ফিরে আসে।কেউ কিছু বোঝার আগেই সুকান্ত মিত্রকে লক্ষ করে গুলি ছোঁড়ে।তার বা পায়ে গুলি লেগে লুটিয়ে পড়েন। চালকে লক্ষ করে গুলি ছুঁড়লে সেটি চালকের পাশে দরজায় লাগে।পরে আরো একটি গুলি শূন্য ছোঁড়ে।আশে পাশের লোকজন ও প্রত্যক্ষ দর্শীরা দুই যুবককে ধাওয়া করলে সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয়রা জখম পরিবহন কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যায়।পুলিশ বাসটিকে উদ্ধার করে ঘটনার তদন্তে নামে। এদিন সকালে শহরের ব্যস্ততম এলাকায় গুলি ছোঁড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584