তোলাবাজি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি

0
59

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

তোলাবাজিকে কেন্দ্র করে গোলমাল।গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। অভিযোগের তির দলীয় উপপ্রধানের স্বামী ও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।মালদার বৈষ্ণবনগর থানার বাজি আপ্তি গ্রামের ঘটনা।আহত তৃণমূল কর্মী জিয়াউল শেখ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহতের পরিবারের অভিযোগ সম্প্রতি ওই গ্রাম থেকে পঞ্চায়েত নির্বাচনে জিতে স্থানীয় বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হয়েছেন রুখসানা বিবি।এরপর থেকেই রুখসানা বিবির স্বামী সারিফুল সেখ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা ওই এলাকায় ব্যাপক তোলাবাজি শুরু করেছে।পোলা না দিলেই তাদের হাতে আক্রান্ত হচ্ছে সাধারণ গ্রামবাসী থেকে দলীয় কর্মীরাও।সম্প্রতি ফানি ও বিড়ি শ্রমিকের কাজ করাকে কেন্দ্র করে ওই গ্রামেরই বাসিন্দা তৃণমূল কর্মী জিয়াউল সেখের কাছ থেকে মোটা টাকা তোলা চায় শারিফুল ও তার দলবল।সেই টাকা দিতে অস্বীকার করায় জিয়াউলকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।একটি গুলি জিয়াউলের পায়ে এসে লাগে।এই ঘটনার পর শারিফুল সেখের নেতৃত্বে তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। বৈষ্ণবনগর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।উল্টে তাদেরই পরিবারের কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে।এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত সারিফুল সেখ।তিনি বলেন মিথ্যা অভিযোগ।ওই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য তথা মালদহ জেলা পরিষদের সহ-সভাপতি চন্দনা সরকার বলেন এটি একটি গ্রাম্য বিবাদের জেরে ঘটনা ঘটেছে।এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। পুলিশ আইনত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: ব্রিগেড উপলক্ষে প্রচার সমাবেশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here