সুদীপ পাল,বর্ধমানঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে ঢেলে সাজানোর পরিকল্পনা হাসপাতাল এবং পুলিশ প্রশাসনের।
উল্লেখ্য,বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর ভীড়ে থাকে সব সময়। শুধুমাত্র বর্ধমান জেলা নয় পার্শ্ববর্তী হুগলি,বীরভূম এমনকি কখনও ঝাড়খন্ড থেকে রুগী এসে চিকিৎসা করায় বর্ধমান হাসপাতালে। রোগীর চাপ বেশি থাকায় এবং উপযুক্ত পরিকাঠামোয় ঘাটতি থাকায় বারেবারে ডাক্তারদের উপর নিগ্রহের ঘটনা ঘটেছে। সেই ঘটনা যাতে রোখা যায় সেই জন্য প্রশাসন উদ্যোগ নিচ্ছে এবার।
হাসপাতালে সিসি ক্যামেরার সংখ্যা আরও বাড়ানো হবে। হাসপাতালে ইন্সপেক্টার পদমর্যদার এক অফিসারের নেতৃত্বে পুলিশের সংখ্যা আরও বাড়ানো হবে এবং হাসপাতালের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়।
আরও পড়ুনঃ মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য নোডাল অফিসার থাকবে।বর্ধমানে ডিএসপি হেড কোয়ার্টারকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।
পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা বসানো হবে হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজে যাতায়াতের রাস্তায়।এই রাস্তাটি সংকীর্ণ।সেই সমস্যা মেটানোরও উদ্যোগ নিচ্ছে প্রশাসন।এরই সাথে বর্ধমান থানার আইসি ও হাসপাতালের সুপারের চেম্বারে বিশেষ অ্যালার্মের ব্যবস্থা থাকবে। অপ্রীতিকর পরিস্থিতি উদ্ভূত হলে খুব দ্রুত যাতে সংবাদ পাঠানো যায় তার জন্যই এই ব্যবস্থা।
ছাত্রাবাসের নিরাপত্তা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এর আগে একাধিকবার অভিযোগ উঠেছে,ছাত্রীবাস সুরক্ষিত নয়। বাইরের সীমান্ত দেওয়াল টপকিয়ে বাইরের মানুষ হোস্টেল ক্যাম্পাসে ঘুরাঘুরি করেন।সাময়িক ভাবে পুলিশ প্রশাসন তৎপর হলে কিছু দিন বন্ধ থাকে তারপর আবার ফের শুরু হয়। এই বিষয়গুলি যাতে বন্ধ হয় এবং কোন ভাবে হোস্টেল ক্যাম্পাসের সুরক্ষা যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584