সুদীপ পাল, বর্ধমানঃ
উত্তর ভারত থেকে ভ্রমণ করে ফেরার পথে দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন পূর্ব বর্ধমানের জামালপুরের একদল পর্যটক। দুষ্কৃতীরা ট্রেনের সংরক্ষিত কামরায় চুরি করতে উঠেছিল। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েন এক পর্যটক। ছুরির আঘাতে জখম হয়েছেন তিনি।
জানা যায়, জামালপুর থেকে চারটি পরিবারের ১৫জন সদস্য বিশ্বকর্মা পুজোর আগে উত্তর ভারতে কুলু, মানালি ঘুরতে গিয়েছিলেন। গত সোমবার সকালে তাঁরা ডাউন অমৃতসর হাওড়া মেলের এস ফাইভ কামরায় ওঠেন। নিজেদের সংরক্ষিত আসনে তাঁরা রাত্রে ঘুমাচ্ছিলেন।
অনুপ ঘোষ নামে এক পর্যটক জানান, আচমকা রাত দুটোর সময় তার ঘুম ভাঙে। দেখেন দুষ্কৃতীরা তাঁদের ব্যাগ টেনে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেন তিনি।
আরও পড়ুনঃ তৃনমূল কার্যালয়ে ঢুকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তান্ডব, আহত ৩
প্রতাপপুর স্টেশনে ট্রেন তখন দাঁড়িয়েছিল। অনুপবাবু প্লাটফর্মে নেমে পড়েন। সেই সময়ে এক দুষ্কৃতী তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। ট্রেনের গার্ডকে বিষয়টি জানানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয় অনুপবাবুকে।
সব মিলিয়ে নগদ ৭০ হাজার টাকা, চারটি মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরি হয়েছে বলে জানা যাচ্ছে।
জিরো এফআইআর করে উত্তরপ্রদেশের সংশ্লিষ্ট জিআরপি থানায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানাচ্ছেন বর্ধমান জিআরপি। দূরপাল্লার ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন পর্যটকদের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584