জাতীয় সড়কে বাস-অটোর সংঘর্ষ

0
53

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

bus and auto accident | newsfront.co
এই রাস্তাতেই ঘটেছিল দুর্ঘটনা। নিজস্ব চিত্র

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাগিরহাটের ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি ও বেপরোয়া বেসরকারি বাসের ধাক্কায় ঘাতক বাস-সহ চালককে আটক করেছে বিষ্ণুপুর থানার স্পেশাল পুলিশ টিম। বাসটি এসডি ১৮ রুটের বাস।

injured police | newsfront.co
আহত পুলিশকর্মী। নিজস্ব চিত্র

কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে ফিরছিল বাসটি, আর অটোতে থাকা বিষ্ণুপুর থানার স্পেশাল টিম কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিলেন।

bus and auto accident | newsfront.co
বিভাস পাত্র, প্রত্যক্ষদর্শী। নিজস্ব চিত্র
bus and auto accident | newsfront.co
ঘাতক বাস। নিজস্ব চিত্র

ঠিক বিষ্ণুপুর থানার বাগির হাটের কাছে যাত্রীবিহীন বাসটি সজোরে এসে অটোর পিছনে ধাক্কা মারে। আহত হন বেশ কয়েকজন বিষ্ণুপুর থানার কর্তব্যরত স্পেশাল পুলিশ কর্মী।

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় গুরুতর আহত ২

injured police | newsfront.co
আহত পুলিশকর্মী। নিজস্ব চিত্র

একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারত সেবাশ্রম হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিংসকরা।

ঘাতক বাস চালক ও বাসটিকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ । ঘাতক বাস চালকের নাম নিতাই পাল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে, দাঁড়িয়ে থাকা পুলিশ গাড়িতে বেপরোয়া ভাবে ধাক্কা মারে বাসটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here