বরযাত্রীদের মাঝপথে নামিয়ে বাস বাজেয়াপ্ত ব্যাঙ্কের ঋণ আদায়কারী সংস্থার

0
33

সুদীপ পাল,বর্ধমানঃ

ব্যাঙ্কে ঋণের জেরে বরযাত্রীদের নামিয়ে কার্জন গেট থেকে গাড়ি নিয়ে চলে গেল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ আদায়কারী সংস্থা।যদিও গাড়ির মালিক মাঝখান্ডা গ্রামের মহম্মদ খাইরুল বাসার আদালতে জানিয়েছেন,ঋণ পরিশোধ তিনি করেছেন।তারপরেও বর্ধমানের তেলিপুকুর এলাকায় তাঁর যাত্রীবাহী গাড়ি থেকে চালককে নামিয়ে সেটার দখল নিয়ে চলে যায় ব্যাঙ্ক।পরে বরযাত্রীদের কার্জন গেট চত্বরে যাত্রীদের ছেড়ে গাড়ি চলে যায়।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার ও চেয়ারম্যানের বিরুদ্ধে ঋণ আদায়কারী সংস্থাকে দিয়ে জোর করে গাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন গাড়ির মালিক।এর ভিত্তিতে ছিনতাই, তোলাবাজি ও দূর্নীতি নিরোধ আইনে মামলা রুজু করে তদন্ত করতে বলেছেন সিজিএম আদালত।গাড়ির মালিকের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, ঋন শোধ করার পরেও গাড়িটি জোর করে কেড়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ চালকের কানে মোবাইল, দুর্ঘটনাগ্রস্থ যাত্রীবাহী বাস,আহত ১২

আদালত মামলা রুজু করে বর্ধমান থানাকে তদন্ত করতে বলেছে।গাড়ির মালিকের দাবি ২০১৭ সালে গাড়ি কেনার জন্য আট লক্ষ চল্লিশ হাজার টাকা ঋণ তিনি নিয়েছিলেন।গত ১৭ এপ্রিল এক লক্ষ চৌদ্দ হাজার ছয়শো সাঁইত্রিশ টাকা তিনি ব্যাংকে জমা দিয়ে দেন।ওই দিনই গাড়িটির হেফাজতে নেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।যদিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক আধিকারিকের দাবি,ব্যাঙ্কের তরফে কোন গাফিলতি নেই। আইনজীবী বলছেন,আইনের মাধ্যমেই বিষয়টি মেটানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here