বনধের দিনে হেলমেট পরে বাস চালক, অব্যাহতি ফেরী-রেল চলাচলে

0
51

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ

বনধের দিন হেলমেট পরে বাস চালাচ্ছে সরকারি বাসের চালক। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের।

ধর্মতলাগামী বাস। নিজস্ব চিত্র

এনআরসি এবং সিএএ আইন বাতিল-সহ বিভিন্ন দাবি নিয়ে বুধবার দেশ জুড়ে বনধ ডাকে বামপন্থী সংগঠন। বুধবার সকাল থেকে বনধের মিশ্র প্রভাব পড়ে ডায়মন্ড হারবারে। স্বাভাবিক ছন্দে ছিল না রেল চলাচল‌ থেকে ফে‌রী চলাচল। জাতীয় ও রা‌জ্যে সড়ক বেশ কিছু সরকারি বাস দেখা গেলেও দেখা মেলেনি বেসরকারি বাসের ।

ধু ধু রেল স্টেশন। নিজস্ব চিত্র

বনধে গন্ডগোলের আতঙ্কে নিজেকে বাঁচাতে হেলমেট পরে বাস চালাচ্ছে সরকারি বাসের চালক। জানা গেছে, হেলমেট পরিহিত বাসচালক কাকদ্বীপ থেকে ধর্মতলাগামী বাসের।

হেলমেট পরে বাসচালক। নিজস্ব চিত্র

অন্যদিকে এ দিন সকাল থেকে কাকদ্বীপ, পাথরপ্রতীমা, নামখানা, আমতলা, বজবজে একই চিত্র ধরা পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here