নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে টোটোপাড়ায় ফের চালু হল সরকারি বাস পরিষেবা। এই পরিষেবা পাওয়ায় খুশি হয়েছেন ক্ষুদ্র জনজাতি ডুয়ার্সের টোটোপাড়ার এলাকাবাসীরা।
আলিপুরদুয়ার থেকে টোটোপাড়া পর্যন্ত ফের শুরু হতে চলেছে সরকারি বাস পরিষেবা। বুধবার মাদারিহাট ব্লকের টোটোপাড়া মজার চৌপতি থেকে এই বাস পরিষেবার সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বোর্ড অব ডিরেক্টরেট এর সদস্য মৃদুল গোস্বামী।
তিনি জানান, প্রতিদিন সকাল আটটায় টোটোপাড়া ছেড়ে মাদারিহাট হয়ে আলিপুরদুয়ার অবধি যাবে এই বাস। আবার ঠিক একই পথে দুপুর তিনটের সময় আলিপুরদুয়ার ছেড়ে রওনা দেবে টোটোপাড়ার উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ বেতন বাড়িয়েও খুশি করতে পারলেন না মমতা
এতদিন পর্যন্ত টোটোপাড়া অবধি কোনও বাস পরিষেবা ছিল না। ফলে সমস্যা পোহাতে হতো টোটোপাড়া ও বল্লালগুরি এলাকার বাসিন্দাদের।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বাস পরিষেবা দেওয়া হোক। অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়েছে রাজ্যের পরিবহন দফতর। এতে খুশির হাওয়া টোটোপাড়া জুড়ে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584