বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত

0
56

শান্তনু পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

bus services closed for road damage | newsfront.co
নিজস্ব চিত্র

কোথাও একফুট কোথাও বা তার থেকে বেশি গর্ত।বর্ষার বৃষ্টির জল জমে মৃত্যু ফাঁদ করেছে পথচারি থেকে বাস চালকদের।যখন তখন ঘটছে দুর্ঘটনা।কখনো সাধারন মানুষদের উপরে। কখনো আবার বাস,অটো,ট্রেকার,ইঞ্জিনভ্যানের উপর দিয়ে যাচ্ছে বিপদ।বিতশ্রুদ্ধ হয়ে পরেছেন অনেকে।

প্রতিনিয়ত ক্ষতির মুখে পরে বেসরকারি বাস বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে বাস মালিক সংগঠন।দক্ষিন সুন্দরবনের প্রবেশদ্বার রায়দিঘি ।রয়েছে মন্দিরবাজার বিজয়গঞ্জ।

দীর্ঘ দিন ধরে খারাপ ডায়মন্ড হারবার রায়দিঘি রুট।এছাড়া রয়েছে মন্দিরবাজার কুল্পি রুটের রাস্তা।বৃষ্টি হলে সমস্যায় পরতে হয় জমা জলে।বোঝা যায় না লুকিয়ে রয়েছে পিচের রাস্তায় বড় গর্ত।তখনি বেকাদায় পরে দুর্ঘটনায় শিকার হয় পথচলতি থেকে গাড়ি চালকদের।

owner of bus union | newsfront.co
জয়নাল মন্ডল,বাস মালিক সংগঠন। নিজস্ব চিত্র

পিডব্লুডি রাস্তার এমন পরিস্থিতিতে বিক্ষুব্দ এলাকাবাসি থেকে বাসমালিক সংগঠন।রায়দিঘি ডায়মন্ড হারবার রুটে রয়েছে ৫০ টি বেসরকারি এমটেন বাস। যেখান থেকে বছরে ট্যাক্স বাবদ মোটা টাকা দিতে হয় রাজ্যসরকারকে।

auto driver | newsfront.co
অটো চালক।নিজস্ব চিত্র

তাছাড়া রয়েছে টেকার, ইঞ্জিনভ্যান, টোটো, অটোর বেআইনি গাড়ি।ইউনিয়ন মারফৎ বছরকালিন টাকা দিতে হয় রাস্তা মেরামতির কারনে এই বেআইনি গাড়ি গুলিকে।

তবুও সংস্করন স্তব্ধ।যেখানে কয়েকশ টোটো অটো টেকার ইঞ্জিনভ্যানের মতো বেআইনি গাড়ি রয়েছে সেখান থেকে রোজগার হচ্ছে বছরে কোটি কোটি টাকা।এছাড়া ভারি ট্রাক বা লরি গেলে তো কোথায় নেই।

দীলিপ জাটুয়া বিজেপি জেলা সম্পাদক।নিজস্ব চিত্র

তাহলে টাকা দেওয়া সত্ত্বেও কেন হচ্ছে না বেহাল রাস্তার সংস্করনের কাজ।সবচেয়ে বড় সমস্যা রায়দিঘি, লালপুর,কাশিনগর,কৃষ্ণচন্দ্রপুর,মন্দিরবাজার। এছাড়া কুল্পি লক্ষ্মীকান্তপুর রাস্তার পোলেরহাট , তাঁতিরহাট। রয়েছে মন্দিরবাজার বিজয়গঞ্জ রুটের আঁচনা,বুড়ো শিবমন্দির,ব্লক অফিসের মোড়।সব জায়গায় গর্তে ভরা জলময় বেহাল রাস্তা।

রইজ মোল্লা, বেসরকারী বাস সেক্রেটারি।নিজস্ব চিত্র

বারংবার ডায়মন্ড হারবার এসডিও থেকে বিডিও,জেলা ডিএম থেকে জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি এমনকি পিডব্লুডি দফতরকেও জানানো হয়েছে।সংস্করন না করায় হাইকোটে গিয়েছে বাস মালিক সংগঠন।তবুও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে রাজ্য প্রসাসন।বাধ্য হয়ে বাস বন্ধ করার হুমকি দিয়েছে মালিক সংগঠনেরা।

আরও পড়ুনঃ গানের মাধ্যমে বেহাল রাস্তা সারাইয়ের দাবি

শম্ভুনাথ হালদার,স্থানীয়।নিজস্ব চিত্র

সংস্করন নিয়ে ধন্দে রয়েছে স্থানীয় মানুষজন থেকে বাস মালিক সংগঠনদের।যদিও বিজেপির জেলা সম্পাদক দিলিপ জাটুয়া রাজ্য প্রশাসনের গাফিলতির অভিযোগ এনেছে।কন্ট্রাক্টর কাজ করতে চাইছে না বলে দাবি করেন তিনি।

bus services closed for road damage | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্য সড়ক এমন পরিস্থিতিতে অভিশাপে পরেছে সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া অঞ্চলের বাসিন্দারা।সামনে পুজো,তার মধ্যে রাস্তা সংস্করন না হলে যে ক্ষতির মুখে পরবে অনেকেই তা মনে করছে গাড়ির মালিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here