ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি মানিকপাড়ার ব্যবসায়ীরা

0
92

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:

এলাকার দীর্ঘদিনের ব্যবসায়ীরা দাবি তুলেছিল মাটির রাস্তা পাকা করার। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে রামকৃষ্ণ বাজারের ঢালাই রাস্তার কাজ এ দিন শুরু হয়। ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য শুভ্রা মাহাতোর উপস্থিতিতে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার।

businessman of manikpara happy for making road | newsfront.co
নিজস্ব চিত্র

দীর্ঘদিন বাদে মাটির রাস্তা ঢালাই হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এরপর আর অসুবিধা হবে না বর্ষাকালে বাজারে আসা মানুষজনের।

আরও পড়ুনঃ দলমোনি চা বাগানে হাতির প্রবেশ ঘিরে চাঞ্চল্য এলাকায়

ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য শুভ্রা মাহাতো এ দিন জানান, “’এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ওই রাস্তা ঢালাই করে দেওয়ার জন্য। এ দিন থেকে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে।৭ ৫৫ মিটার মোট রাস্তা ঢালাই করার জন্য জেলা পরিষদ থেকে ৪৪ লক্ষ ৯৬ হাজার ৪১৪ টাকা বরাদ্দ করা হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here