পাচারের আগে ১৪ উট উদ্ধার করল কুশমন্ডি থানার পুলিশ

0
47

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

the camel rescue before Trafficking | newsfront.co
উদ্ধার হওয়া লরি ভর্তি উট। নিজস্ব চিত্র

শুক্রবার গভীর রাতে হানা দিয়ে ১৪ টি উট উদ্ধার করল কুশমন্ডি থানার পুলিশ। জানা যায়, শুক্রবার গভীর রাতে নাকা চেকিং এর সময় উত্তর প্রদেশের নাম্বার প্লেটের একটি গাড়িকে পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে আটক করে কুশমন্ডি থানার আইসি মানবেন্দ্র সাহার নেতৃত্বে থাকা এএসআই বিপ্লব সাহা-সহ আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা।

the camel rescue before Trafficking | newsfront.co
কুশমন্ডি থানা। নিজস্ব চিত্র

কুশমন্ডি থানার পুলিশ গাড়ির ড্রাইভার-সহ তিন জনকে আটক করতে সক্ষম হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হওয়ায়, পাচারের আগে লরি ভর্তি উট উদ্ধারকে বড় ধরনের সাফল্য বলেই মনে করছেন পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা।

the camel rescue before Trafficking | newsfront.co
এই লরি থেকেই উদ্ধার হয় উটগুলি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মাটির বাড়ির দেওয়াল ভেঙে মৃত ১

উট নিধন ও পাচার রুখতে ২০১৫ সালের রাজস্থান সরকার আইন প্রণয়ন করে, যা রাজস্থান ক্যামেল অ্যাক্ট ২০১৫ নামে পরিচিত। এই বিষয়ে এসডিপিও দীপ কুমার দাস জানান, রাজস্থান থেকে এই উট গুলিকে আনা হচ্ছিল। লরিটিকে আটক করতে আমরা সক্ষম হয়েছি।

তিনি আরও জানান কী উদ্দেশ্যে উটগুলোকে পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here