মেদিনীপুরে কৃত্রিম অঙ্গ প্রদান শিবিরের আয়োজন

0
58

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the camp of artificial limbs
নিজস্ব চিত্র

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মুখে হাঁসি ফোটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের শ্যাম সংঘ।আজ শহরের শ্যাম সংঘ ভবনে এস এল ডোকানিয়ার উদ্যোগে ও শ্যাম সংঘের পরিচালনায় এবং মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় বিকলাঙ্গদের জন্য কৃত্রিম অঙ্গ প্রদান শিবিরের আয়োজন করা হয়।

the camp of artificial limbs
কৃত্রিম অঙ্গ পাওয়ার পর।নিজস্ব চিত্র
the camp of artificial limbs
নিজস্ব চিত্র

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা,বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল ডোকানিয়া,রামগোপাল আগরওয়াল,শ্যাম সংঘের সম্পাদক রতন আগরওয়াল,পবন মুরারকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ কালচিনি চা বাগানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন

the camp of artificial limbs
নিজস্ব চিত্র
the camp of artificial limbs
নিজস্ব চিত্র

উদ্যোক্তাদের পক্ষে রতন আগরওয়াল জানান, এই ধরনের কর্মসূচী মেদিনীপুর শহরই নয় জেলাতেও প্রথম।প্রথম বছরের এই শিবিরে দুই মেদিনীপুর জেলা সহ পার্শবর্তী জেলার ১১০ জন বিকলাঙ্গ মানুষকে বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ প্রদান করা হয়।আগামীদিনে আরো বড় করে এই ধরনের কর্মসূচী করার চেষ্টা করবে সংঘ বলে জানান উদ্যোক্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here